পোরশায় ইউপি নির্বাচনের প্রার্থীতা চুড়ান্ত
সালাউদ্দীন আহম্মেদ, পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় আসন্ন ০৭ মে ৪র্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আজ ১৮এপ্রিল সোমবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে উপজেলার ৬ ইউপিতে মোট ৩জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।
প্রত্যাহারকৃত প্রার্থীরা হলেন,- ছাওড় ইউপি‘র স্বতন্ত্র প্রার্থী বুূলবুল ও মোজাহারুল ইসলাম এবং গাঙ্গুরীয়া ইউপি‘র স্বতন্ত্র প্রার্থী আসাদুর রহমান। প্রত্যাহার শেষে উপজেলার ৬ইউপিতে চেয়ারম্যান প্রতিদ্বন্দীতা করবেন,- নিতপুর ইউপি‘তে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ সাদেকুল ইসলাম, বিএনপির বিদ্রোহী প্রার্থী মোঃ ইব্রাহীম আলী, আওয়ামীগের মনোনীত প্রার্থী মোঃ আবুল কালাম শাহ্, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ আব্দুল হাই, স্বতন্ত্র প্রার্থী মোঃ মনিরুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মোঃ আবু বক্কর সিদ্দিক। তেঁতুলিয়া ইউপি‘তে আ‘লীগ মনোনীত প্রার্থী মোঃ তাইজুল ইসলাম শাহ্, বিএনপির মনোনীত প্রার্থী আব্দুস সামাদ শাহ্, ইসলামী আন্দোলন বাংলাদেশ‘র ইউসূফ সর্দার, স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম শাহ্ ও মোস্তফা শাহ। ছাওড় ইউপি‘তে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ ফখরুদ্দীন, আ‘লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ শফিকুল ইসলাম, বিএনপির মনোনীত প্রার্থী মন্জুরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্র্থী মোসাঃ তুহিনারা বেগম। গাঙ্গুরীয়া ইউপি‘তে আ‘লীগ মনোনীত প্রার্থী আবু বক্কার, আ‘লীগের বিদ্রোহী প্রার্থী আনিসুর রহমান, বিএনপির মনোনীত প্রার্থী গোলাম রাব্বানী, ইসলামী আন্দোলন বাংলাদেশ‘র আতিকুর রহমান । ঘাটনগর ইউপি‘তে আ‘লীগের মনোনীত প্রার্থী বজলুর রহমান, বিএনপি‘র মনোনীত প্রার্থী আবুল কাশেম, ইসলামী আন্দোলন বাংলাদেশ‘র মোস্তাফিজুর রহমান শাহ্ ও স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন বাবু। মর্শিদপুর ইউপি‘তে আ‘লীগের মনোনীত প্রার্থী শাহাদাৎ হোসেন, বিএনপি‘র মনোনীত প্রার্থী হুমায়ূন কবির শাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ‘র লুৎফর রহমান। স্বতন্ত্র প্রার্থী শাহজাহান আলী, ফরহাদ হোসেন, আব্দুল মজিদ সরকার ও মেহেদী হাসান। প্রতিক বরাদ্ধ হবে আগামী কাল ১৯ এপ্রিল এবং নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ০৭মে/২০১৬ই।
মন্তব্য চালু নেই