পোরশায় ইউপি চেয়ারম্যান বকুল গ্রেফতার
সালাউদ্দীন আহম্মেদ, পোরশা (নওগাঁ) থেকে: নওগাঁর পোরশায় মর্শিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান বকুলকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমাবার দুপুরে মর্শিদপুর ইউনিয়ন পরিষদের নিজ অফিস থেকে কবুলকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে পোরশা থানার সাব-ইন্সপেক্টর মাহবুব আলম জানান,- মর্শিদপুর ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান ওয়াহিদুজ্জামানের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে,- ওয়াহিদুজ্জামান অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকাকালীন তাকে বিভিন্নভাবে অপমান, অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেয় বকুল।
এ ঘটনায় ওয়াহিদুজ্জামান কোর্টে একটি মামলা দায়ের করে। পরবর্তী সময়ে বকুল অত্র ইউপির দায়িত্ব পেলে প্রকাশে লোকজনের সামনে ওয়াহিদুজ্জামানকে মারপিট করে। তারই প্রেক্ষিতে বকুলকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য চালু নেই