পোস্টার যাচ্ছে ভারতে
জহির রায়হানের গল্প অবলম্বনে আসিফ খান নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দি পোস্টার। এই ছবিটি আমন্ত্রিত হয়েছে ভারতের কোচির সোশ্যাল এন্ড কর্পোরেট রেস্পন্সিবিলিটি ইন্টারন্যাশনাল প্রমোশনাল থিয়েটার ২০১৫ তে।
২১ ফেব্রুয়ারি কোচি আইএমএ থিয়েটারে দুপুর ১টায় প্রদর্শিত হবে ছবিটি। এর আগে ছবিটি দিল্লির দাদা সাহেব ফালকে চলচ্চিত্র উৎসব এবং কলকাতা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে স্পেশাল ফেস্টিভ্যাল মেনশন পুরস্কার এবং চেন্নাই উইমেন্স ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্তিভ্যালে বেস্ট শর্ট ফিল্ম এর পুরস্কার লাভ করেছিল ছবিটি।
বিদ্রোহী দীপনের চিত্রগ্রহণে ছবির সম্পাদনা করেছেন রাজেশ কাপুর। ছবির পরিচালক আসিফ খান জানিয়েছেন ‘পোস্টার অন্যান্য ছবির সাথে প্রতিযোগিতা করবে এটা আমাদের ইউনিটের সবার জন্যই খুবই আনন্দদায়ক, পুরস্কার নিয়ে আমরা ভাবছি না।’

















মন্তব্য চালু নেই