‘পেট্রোল বোমার নেপথ্যে ছিল আ.লীগ’ শিরোনামের বই
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন অভিযোগ করেছেন, বিএনপির সফল হরতাল ও গণতান্ত্রিক আন্দোলনকে বিতর্কিত করতে সরকারের মদদপুষ্ট সোনার ছেলেদের দিয়ে পেট্রোল বোমা হামলা করা হয়েছে। অথচ সরকার প্রচার করেছে পেট্রোল বোমা হামলা করেছে বিএনপি।
বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে শহীদ শফিউর রহমান মিলনায়তনে ‘পেট্রোল বোমা সন্ত্রাস, নেপথ্যে আওয়ামী লীগ’ শিরোনামের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
খন্দকার মাহবুব প্রকাশিত বইয়ে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের বোমা হামলার সচিত্র প্রতিবেদন দেখান। বইয়ে বিভিন্ন পত্রিকার প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে। এ সব প্রতিবেদনে ক্ষমতাসীন আওয়ামী লীগকে পেট্রোল বোমা হামলাকারী হিসেবে তুলে ধরা হয়েছে। ১ জুলাই বইটি প্রকাশ করে মানবাধিকার সেল-বিএনপি।
বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদীন, বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ও বিএনপি নেতা আবেদ রাজা উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই