পেট্রোল ঢেলে বইমেলার স্টলে আগুন

অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যানের অংশে শিশু চত্বরের পাশে প্লাটফর্মের (স্টল নাম্বার ৪৯২) স্টলে কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সম্প্রতি ‘ইসলাম বিতর্ক’ বইটি প্রদর্শনীর জন্য ব-দ্বীপ স্টলটি বন্ধ করে দেয় পুলিশ। ব-দ্বীপ বন্ধের এক সপ্তাহ পরই পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেয়া হলো প্ল্যাটফর্ম স্টলটি।

জানা যায়, স্টলের পেছন দিক দিয়ে কাগজ জড়ো করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। সাথে সাথে পেছন থেকে লোকজনের চিৎকারে স্টলের পাশে থাকা লোকজন গিয়ে আগুন নেভায়।

স্টলের বিক্রয়কর্মী প্রসেনজিৎ রায় বলেন, ‘পেছন দিক থেকে আগুন ধরিয়ে দেয় কে বা কারা। আমরা পেট্রলের গন্ধ পেয়েছি। প্রথমে নিজেদের চেষ্টায় ও পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলেন।’

তবে ক্ষয়ক্ষতি হয়নি তেমন। প্রসেনজিৎ বলেন, ‘ক্ষয়ক্ষতির আগেই আগুন নিভিয়ে ফেলা হয়েছে।’

এ ব্যাপারে বইমেলা পরিচালনা কমিটির সদস্যসচিব ড. জালাল আহমেদ বলেন, ‘আমি ঘটনাস্থলে যাচ্ছি। পুলিশের সঙ্গে কথা হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারব।’



মন্তব্য চালু নেই