পেট্রল ছাড়াই ঘণ্টায় ৬০ কিলোমিটার যেতে পারে এই গাড়ি!
কানাডায় প্রথমবারের মতো অন্টারিও শহরের রাস্তায় পরীক্ষামূলকভাবে চলাচলের অনুমতি পেল দেশের অন্যতম মোবাইল ফোন নির্মাতা সংস্থা ব্ল্যাকবেরি প্রযুক্তিতে স্বচালিত গাড়ি। এ ছাড়াও ইউনিভার্সিটি অফ ওয়াটারলু এবং স্বয়ংক্রিয় প্রযুক্তি নির্মাতা এরউইন হাইমার গ্রুপের স্বচালিত গাড়িটিও পরীক্ষার জন্য অনুমোদন পেয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে অন্টারিও কর্তৃপক্ষ। এই গাড়ি ঘণ্টায় ৬০ কিলোমিটার যেতে পারে বলে জানা গিয়েছে।
এই বছরের জানুয়ারিতে প্রায় সব স্বয়ংক্রিয় শিল্প ঘাঁটির কাছাকাছি অবস্থিত অন্টারিও প্রদেশে এমন স্বয়ংক্রিয় গাড়ি নিয়ে কার্যক্রম চালু করা হয়। কিন্তু বছরের মাঝামাঝি পর্যন্ত কেউ তাতে সাড়া দেয়নি। স্বল্প ব্যয়বহুল ক্ষেত্রগুলোতে বিনিয়োগ চলে যাওয়াই এই খাতে আর্থিক ঘাটতির প্রধান কারণ বলে ধারণা করা হচ্ছিল। এরই ফলশ্রুতিতে সরকার উচ্চ বেতনের বিনিময়ে গবেষণা ও উন্নয়ন কাজে আরও বেশি কর্মী আকর্ষণের চেষ্টা চালায়।
মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় কানাডায় অনেক পরে এই ধরনের কোনও পরীক্ষা সম্পন্ন হতে যাচ্ছে। অ্যালফাবেট অধীনস্থ গুগল ২০০৯ সাল থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে এই ধরনের পরীক্ষা চালাচ্ছে। সূত্র: কলকাতা ২৪
মন্তব্য চালু নেই