‘পৃথিবীর সব পুরুষ একরকম’
পরপর দুটি সিনেমা- ‘এক পাহেলি লিলা’ এবং ‘কুছ কুছ লোচা হ্যায়’-এর কারণে এই মুহূর্তে বেশ ব্যস্ত সময় কাটছে ইন্দো-কানাডীয় অভিনেত্রী সানি লিওনির। সাবেক এই পর্ন তারকা কিছু দিন আগেই এক জরিপে সবচেয়ে আকাঙ্ক্ষিত নারীর খেতাব জিতেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বললেন, পৃথিবীর সব পুরুষকে তার কাছে একই রকম মনে হয়।
“আমি মনে করি পৃথিবীর সব পুরুষ এক রকম। ভিন্নতা কেবল তাদের সংস্কৃতি এবং ধর্মে। আমার বাবা-মা যেভাবে আমাদের বড় করেছেন – তা আমি খুবই পছন্দ করি। বিশেষ করে আমার বাবা আমার মা এবং আমার সঙ্গে যে ব্যবহার করতেন । তিনি আমার মাকে খুবই ভালবাসতেন। তিনি অসাধারণ একজন মানুষ ছিলেন।”
হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে সানি আরও জানান, সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে তিনি আগে গুরুত্ব গল্পকে।
“আমি মূলত ভাল গল্পের সিনেমার প্রতি বেশি আগ্রহী। আর তাই সিনেমায় আমার চরিত্রটি ইতিবাচক না নেতিবাচক – তা নিয়ে খুব একটা চিন্তা করি না। অধিকাংশ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করি আমি। তবে এতদিনে বুঝেছি, ভাল গল্প ছাড়াও আরও অনেক কিছুর উপর নির্ভর করে সিনেমার সাফল্য।”
২০০১ সালে ‘বিগ বস ফাইভ’-এ অংশ নিয়ে ভারতের বিনোদন জগতে পা পড়ে সানির। তবে পর্নগ্রাফির সঙ্গে তার সংশ্লিষ্টতার কারণে মুম্বাই সিনেপাড়ায় জায়গা করে নিতে যথেষ্ট কাঠ-খড় পোড়াতে হচ্ছে তাকে।
“আমি অনেক লড়াই করেছি সামনে এগুনোর জন্য, তাও এমন একটা সময়ে যখন কেউ চায়নি আমি চেষ্টাটা করি। আমি এবং আমার স্বামী ড্যানিয়েল ওয়েবার অনেক খেটেছি ‘সানি লিওনি’-ব্র্যান্ডের প্রচার চালাতে।”
সানি বলেন, ২০০১ সালের তুলনায় এখন পরিস্থিতি অনেক পাল্টেছে। তবে এই পরিবর্তনকে কেবল শুরু বলেই মনে করেন তিনি।
“অনেক অসাধারণ ঘটনা ঘটেছে এই কয়েক বছরে। এবং সত্যি কথা বলতে, এটা কেবল শুরু।”
মন্তব্য চালু নেই