পৃথিবীর সবচেয়ে লম্বা গাড়ি, যার মধ্যে আছে সুইমিং পুল !

পৃথিবীর সবচেয়ে লম্বা গাড়িটি ব্যবহার হবে হলিউড চলচ্চিত্রে। এটি তৈরি করেছেন জয় অরবার্গ অফ বুরব্যাঙ্ক। গাড়িটি গিনেস বুক অব ওয়ার্ল্ডে রেকর্ডে স্থান পেয়েছে। গাড়িটি অসম্ভব সুন্দর। একবার দেখলে যে কারো গাড়িটিতে উঠতে ইচ্ছে করবে।
ক্যালিফর্নিয়ায় তৈরি ১০০ ফিট লম্বা গাড়িটিতে ২৬টি চাকা রয়েছে। রয়েছে ২টি চালক ক্যাবিন। এটি মূলত হলিউড চলচ্চিত্রে ব্যবহারের জন্যই বানানো হয়েছে। বিভিন্ন প্রদর্শনীতে গাড়িটি উন্মুক্ত করা হবে।
বিলাসবহুল গাড়ির মধ্যে রয়েছে স্পা, সুইমিং পুল, কিং সাইজ বেড, সান ডেক। একটি হেলিকপ্টার ল্যান্ডিংয়ের জন্য রয়েছে হেলিপ্যাড।































মন্তব্য চালু নেই