পৃথিবীর যে সব জায়গার আবহাওয়া খুব খারাপ!

বিশ্বের সবচেয়ে গরম জায়গা কোনটি? অথবা সবচেয়ে বেশি ঠাণ্ডা? কিংবা সবচেয়ে শুকনো, সবচেয়ে বেশি বৃষ্টিপাত, সবচেয়ে বেশি বরফ পড়ে, সবচেয়ে জোর বাতাস বয়, সবচেয়ে বেশি রোদ্দুর হয়, সবচেয়ে বেশি কুয়াশা ঘনায়?

সবচেয়ে গরম : এখানে যারা ক্যালিফোর্নিয়ায় ডেথ ভ্যালির কথা প্রত্যাশা করছিলেন, তাদের অবগতির জন্য বলতে হচ্ছে যে, দুনিয়ার সবচেয়ে গরম জায়গার খেতাব পাওয়া উচিৎ লিবিয়ার আল আজিজিয়া নামের স্থানটির, যেখানে ১৯২২ সালের সেপ্টেম্বর মাসে তাপমাত্রা দাঁড়িয়েছিল ১৩৬ দশমিক ৪ ডিগ্রি ফারেনহাইট বা ৫৮ ডিগ্রি সেন্টিগ্রেড৷

সবচেয়ে ঠাণ্ডা : সবচেয়ে ঠাণ্ডা রাশিয়ার ওইমিয়াকন-এ শীতে গড় তাপমাত্রা থাকে মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াস৷ মেরুবৃত্তের মাত্র ৪৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ইয়াকুটসক থেকে দু’দিন গাড়ি চালিয়ে তবে পৌঁছাতে হয় এই প্রত্যন্ত গ্রামটিতে৷

সবচেয়ে শুকনো : মেরু অঞ্চলগুলি বাদ দিলে, চিলির আটাকামা মরুভূমিকে বিশ্বের সবচেয়ে শুষ্ক জায়গা বলে মনে করা হয়৷

সবচেয়ে বেশি বৃষ্টিপাত : না, চেরাপুঞ্জি নয়, তবে ভারতের ঐ মেঘালয় রাজ্যেই, চেরাপুঞ্জি থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে৷ জায়গাটির নাম মওসিনরাম৷ এখানকার গ্রামবাসীরা নাকি ঘাস দিয়ে তাদের কুটিরগুলোকে সাউন্ডপ্রুফ করেন, নয়তো বর্ষার মরশুমে বৃষ্টি পড়ার শব্দে কান পাতা যায় না৷ মওসিনরামে নাকি বছরে ৪৬৭ ইঞ্চির বেশি বৃষ্টি পড়ে৷ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস বলে, ১৯৮৫ সালে নাকি মসিনরামে এক হাজার ইঞ্চি বৃষ্টি পড়েছিল৷

সবচেয়ে বেশি তুষারপাত : জাপানের হাক্কোদা পর্বতমালার সবচেয়ে উঁচু চুড়োর কাছে অবস্থিত আওমোরি সিটিতে বছরে ৩১২ ইঞ্চি বরফ পড়ে৷ এত বেশি বরফ পড়ার কারণ হলো এই যে, এখানে বিপুল পরিমাণ মেঘ জমে আর কুয়াশা হয়, যাকে স্থানীয় বাসিন্দারা বলেন বরফের দৈত্য৷

সবচেয়ে জোর বাতাস : বিশ্বে সবচেয়ে জোরে বাতাস বয় কুমেরুর কমনওয়েলথ বে অঞ্চলে, বলছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস ও ন্যাশনাল জিওগ্র্যাফিক অ্যাটলাসের অষ্টম সংস্করণ৷ কমনওয়েলথ বে একটি ৪৮ কিলোমিটার প্রস্থের উপসাগর৷ এখানে নিয়মিত ঘণ্টায় ২৪০ কিলোমিটারের বেশি গতিতে বাতাস বয়৷ বছরে গড় বাতাসের গতি হলো ঘণ্টায় ৮০ কিলোমিটার৷

সবচেয়ে বেশি রোদ্দুর : মার্কিন মুলুকের অ্যারিজোনায় ইউমা হলো বিশ্বের সবচেয়ে রৌদ্রকরোজ্জ্বল শহর৷ এখানে প্রতিদিন ১১ ঘণ্টা সূর্যালোক থাকে, বছরে ৪,০০০ ঘণ্টার বেশি সূর্যকিরণ৷ স্বভাবতই ইউমা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ স্থান করে নিয়েছে৷

সবচেয়ে বেশি কুয়াশা যেখানে : জায়গাটি হলো নিউফাউন্ডল্যান্ডের কাছে গ্র্যান্ড ব্যাঙ্কস৷ জলের তলায় কম গভীরতায় এই মালভূমিগুলি থাকার ফলে এখানে দু’টি সামুদ্রিক স্রোতের মোলাকাত হয়: উত্তরের শীতল লাব্রাডর কারেন্ট ও দক্ষিণের অনেক বেশি উষ্ণ গাল্ফ স্ট্রিম, যার ফলে ঘন কুয়াশার সৃষ্টি হয়৷ সূত্র : ডয়েস ভেলে



মন্তব্য চালু নেই