পৃথিবীর মতো গ্রহ

দিলীপ মজুমদার (কলকাতা): সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যতখানি, ঠিক ততটাই দূরত্বে নিজের নক্ষত্রকে আবর্তনকারী এক গ্রহের সন্ধান পেল মহাকাশবিজ্ঞানীরা৷ পৃথিবী থেকে ৩০০০ আলোকবর্ষ দূরের সেই গ্রহে প্রাণ আছে কি না এখন তাই নিয়েই শুরু হয়েছে জল্পনা৷ আকারে গ্রহটি পৃথিবীর দ্বিগুণ৷ এছাড়াও পৃথিবীর সঙ্গে ওই গ্রহের অমিল অনেক৷ পৃথিবীর তূলনায় ওই গ্রহের আবহাওয়া অনেক ঠান্ডাও৷ সেই গ্রহের তাপমাত্রা এতটাই কম যে নতুন আবিষ্কৃত ওই গ্রহটিকে ‘ফ্রোজেন আর্থ’ বা বরফজমা পৃথিবী বলে নামকরণ করেছেন বিজ্ঞানীরা৷ তাছাড়া বিজ্ঞানীরা দেখেছেন ফ্রোজেন আর্থ যে সূর্যকে ঘিরে আবর্তন করছে তার তেজও আমাদের সূর্যের থেকে অনেক কম৷ মূলতঃ পৃথিবী-সূর্যের মধ্যবর্তী দূরত্ব ছাড়া ওই গ্রহের সঙ্গে পৃথিবীর আর কোনও মিলই নেই৷ কিন্তু, তা সত্ত্বেও ফ্রোজেন আর্থে প্রাণের অস্তিত্ব খোঁজার বিষয়ে আশাবাদী একদল বিজ্ঞানী৷ অন্যদলটি অবশ্য জানিয়েছেন, ফ্রোজেন আর্থের আবহাওয়া যে পরিমাণে ঠান্ডা, তাতে সেখানে প্রাণের অস্তিত্ব খুঁজতে যাওয়া বৃথা৷



মন্তব্য চালু নেই