পৃথিবীর কত কিছুই আমাদের অজানা, আসুন অদ্ভুত কিছু তথ্য জানি (পর্ব ১)

পৃথিবীর জানা অজানা কিছু রহস্যময় তথ্য নিয়ে আওয়ার নিউজ বিশেষ ধারাবাহিক পর্বের আয়োজন করেছেন। আশা করছি আমাদের এই ধারাবাহিক পর্বটি পাঠকদের ভাল লাগবে। আওয়ার নিউজ বিডি’র পাঠকদের জন্য এই ছয় পর্বের বিশেষ আয়োজনটি সম্পাদনা করেছেন আতিকুর রহমান। সমগ্র লেখাটির রচয়িতা কাজী মোহাম্মদ রাকিব উল্লাহ্‌।

womensexatnewsbd17

১। আমাদের জন্মের সময় আমাদের চোখের যে সাইজ থাকে, সারাজীবনে তা নাকি আর বাড়েনা ! অন্যদিকে কান, নাক সহ সব কিছুই আয়তনে বাড়ে । কেন, চোখ কি দোষ করল বাবা ?


 

plaban2003_20380806625522b3fe2df3b7.55834134_xlarge

২। বাচ্চা মেয়েদের প্রিয় খেলনা বারবি পুতুল (Barbie doll) এর পুরো নাম নাকি বারবারা মিলিসেন্ট রবার্টস (Barbara Millicent Roberts) !! এ কিন্তু বড্ড বাড়াবাড়ি, বলে রাখলাম ।


 

1a89b83a0a55dc4217642bd30d4f9df1_xlarge

৩। লিওনার্দো দ্য ভিঞ্চি’র অমর সৃষ্টি “মোনালসা” । মোনালিসার হাসি এতটাই ভুবন ভোলানো যে, আমরা খেয়ালই করিনা তার চোখে কোন ভ্রু নেই । লিওনার্দো ভাইকে বলি, “কি হত একটু ভ্রু টা এঁকে দিলে ? তাহলে তো আমাকে আর এ নিয়ে এত্ত লিখতে হত না” !


 

d82927c2a54e8e4f98066e83b6e82268_xlarge

৪। পিঁপড়ারা নাকি কখনও ঘুমায় না । বলি, ঘুমাও না কেন ? সারারাত জেগে কি ফেইসবুকে চ্যাট কর নাকি ?


 

plaban2003_402977935522b740d38834.04372873_xlarge

৫। ভরা পূর্ণিমায় চাঁদ যখন মাথার ওপর খাঁড়া বরাবর থাকে, তখন নাকি নিজের ওজন কম অনুভূত হয় । এ যে বাবা রীতিমত ভূতুড়ে কান্ড !


 

plaban2003_17744908975522b752435223.99964017_xlarge

৬। টেলিফোন আবিস্কার করেছেন কে ? জানেন তো ? ঠিক, আলেকজান্ডার গ্রাহাম বেল । বলি উনার এই টেলিফোন আবিষ্কারের দরকারটা কি ছিল ? উনি নাকি জীবনে কোনদিন তাঁর মা’কে বা বৌকে ফোন করেন নাই । আর করবেনই বা কিভাবে ? উনার মা আর বৌ দু’জনেই ছিলেন কালা, মানে ঐ কানে শুনতে পেতেন না আরকি ।


 

plaban2003_11037908425522b7602da570.77454831_xlarge

৭। উট পাখীর চোখের আকৃতি নাকি তার মগজের চেয়েও বড় ! হবে না, যে বুদ্ধিমান ? ভয় পেলেই একেবার বালুর নীচে মাথা … !


 

plaban2003_12483505625522b769bb4642.62905363_xlarge

৮। জন্ম দিনে গান গেয়ে থাকেন না ? ঐ যে, ঐ গানটা – হ্যা…পি বার্থডে টু ইইউ… । ভুলেও আর গানটি গাবেননা । কারণ ? গানটি নাকি কপিরাইট করা !


 

plaban2003_16028394615522b77690ba69.41091262_xlarge

৯। প্রজাপতি নাকি পা দিয়ে খাওয়ার স্বাদ নেয় । কেন বাবা, তোমার জিহ্‌বা কি বেঁচে দিয়েছ নাকি ?


 

plaban2003_9976740635522b7839419f2.11526665_xlarge

১০। চোখ খুলে নাকি হাঁচি দেয়া যায়না, মানে ঐ হাঁচির সময় নাকি চোখ বন্ধ হয়ে যাবেই, এবার আসুক হাঁচি একবার … !


 

plaban2003_12451825245522b8c198f799.23024835_xlarge

১১। কাঁচি কে আবিষ্কার করেছে জানেন তো ? – নিওনার্দো দ্য ভিঞ্চি


 

plaban2003_2883513375522b8cdb84da5.63276353_xlarge

১২। হাতিই হচ্ছে একমাত্র প্রাণী, যে লাফ দিতে পারে না ।


 

plaban2003_3449890405522b8de30de04.81485072_xlarge

১৩। বিশ্বের ইতিহাসে সবচেয়ে কম সময়ের জন্য দুটি দেশের মধ্যে যে যুদ্ধটি হয়েছিল, তা হচ্ছে ১৮৯৬ সালে জাঞ্জিবার আর বৃটেনের মধ্যে । যুদ্ধ শুরুর ৩৮ মিনিটের মাথায়ই জাঞ্জিবার আত্মসমর্পণ করে ।


 

plaban2003_2105460315522ba742b5b69.69318888_xlarge

১৪। ব্যয়াম করেন ? জানেন ? মানব শরীরে কোন পেশীটি সবচেয়ে শক্তিশালী ? – জিহ্‌বা ।


 

plaban2003_20921935975522ba84a970c6.60500032_xlarge

১৫। হাঁসের প্যাঁক প্যাঁক শব্দ কিন্তু প্রতিধ্বনিত হয় না, এ পর্যন্ত জানা যায়নি কেন এমন হয় ?


 

plaban2003_19959288715522ba9a35d9f4.58808383_xlarge

১৬। জনপ্রিয় পানীয়টির নাম সেভেন-আপ (7-Up) কেন হয়েছে জানেন ? “7” এ জন্য যে, তখন সেভেন-আপ এর অরিজ্যিনাল কন্টেইনারটির ওজন ছিল সাত আউন্স, আর “Up” এ জন্য যে, এর বুদ বুদ গুলি উর্দ্ধমুখী ।


 

18f1a7e1bbea3a4258ac6dbfc8f38e4d_xlarge

১৭। “কুকুরের পেটে ঘি সয় না”- বহুল প্রচলিত এ প্রবাদটি হয়ত জানেন, কিন্তু এ কি জানেন যে, চকোলেট খেলে কুকুর মারা যেতে পারে ? হ্যাঁ, চকোলেটের মধ্যকার থিয়োব্রোমিন (theobromine) সরাসরি কুকুরের হার্ট এবং নার্ভাস সিস্টেমে অ্যাটাক করে । তাহলে এখন থেকে কি বলবেন ? “কুকুরের পেটে চকোলেট সয় না”, এটি ?


 

9d3e67025b8ce8676a54a79c95f281ec_xlarge

১৮। মদ খাওয়া মানুষের জন্য হারাম, কিন্তু বিছার জন্যও কি মদ হারাম ? অল্প একটুখানি মদ বিছার উপর ঢেলে দেখতে পারেন, তৎক্ষণাৎ এটি পাগল হয়ে যাবে আর নিজেকেই নিজে হুল ফুটিয়ে আত্মহত্যা করবে । একেই বলে মদ বিদ্বেষী !!


 

plaban2003_19991211745522bcc6a46f55.89313179_xlarge

১৯। আমার পাড়ার ছোট্ট পাঁচ বছরের মাছুমও জানে ব্রুস্‌ লী’র নাম । ব্রুস্‌ লী তার অ্যাকশনে এতটাই ফাস্ট (দ্রুত) ছিলেন যে, তার অ্যাকশনগুলো দর্শককে দেখানোর জন্য ক্যমেরার রীল ধীরে ঘোরাতে হত, কিন্তু আমরা বুঝতে পারতাম না যে এখন রীল ধীরে ঘোরানো হচ্ছে ।


 

plaban2003_5922038925522bcdd67b456.33816012_xlarge

২০। ছোট বেলায় আপনাকে সবাই কি বলে ডাকত ? খোকা ? বাবু ? নাকি খুকি(যদি মেয়ে হন) ? জানেন, “Butterfly” (প্রজাপতি) কে আগে কি নামে ডাকা হত ? – Flutterby,


 

plaban2003_7432647325522bcef8c87c7.07224494_xlarge

২১। মানুষের মত কুকুর আর বিড়ালরাও নাকি ডানহাতি বা বামহাতি হয় । ইজ্জতটা বুঝি আর থাকলনা এবার…।


 

plaban2003_20921170555522bd0375fee4.73049041_xlarge

২২। “আমি আমাতে নেইকো আর” । “চার্লি চ্যাপলিন” নিজেই নাকি একবার চার্লি চ্যাপলিন এর মত অভিনয় করার প্রতিযোগিতায় তৃতীয় হয়েছিলেন । এর মানে হচ্ছে চার্লি চ্যাপলিনের আগেও আরও দু’জন ছিলেন যারা তাকে দেখিয়ে দিয়েছিলেন চার্লি চ্যাপলিনের মত অভিনয় কি ভাবে করতে হয় । বলি কি, বাংলাদেশ আর ইন্ডিয়া ম্যচের আম্পায়ারের মত আম্পায়ারও তখন ছিলেন নাকি !!


 

plaban2003_160850045522bd14c59fd5.80891184_xlarge

২৩। ইংল্যান্ডের পাবলিক লাইব্রেরী থেকে কোন বইটি চুরি যাবার রেকর্ড সবচেয়ে বেশী, জানেন নাকি ? – দা গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস (The Guinness Book of World Records), এ দুঃখ আর কোথায় রাখি ?


 

plaban2003_12987834225522bd1fa3c283.70763536_xlarge

২৪। ডায়নামাইট, নামটা শুনেছেন তো ? এটা শুনেছেন ? – ডায়নামাইট তৈরির একটি মূল উপাদান হচ্ছে চিনেবাদাম !


 

plaban2003_15909672025522bd2faee672.06707246_xlarge

২৫। যাবেন নাকি আমার সাথে শনি আর বৃহষ্পতি গ্রহ ঘুরে আসতে ? কারণ ? বিজ্ঞানীদের মতে ওখানে নাকি জল বৃষ্টির পরিবর্তে হীরা বৃষ্টি হয় । আর একেকটি হীরার সাইজ হচ্ছে গড়ে এক সেন্টিমিটার করে । ভাবছি সামনের বছরই একটা ট্যুর দিয়ে আসব, তাও আবার বর্ষা মৌসুমে ।


(বিঃদ্রঃ এই ব্যাপারগুলো নিয়ে যথেষ্ঠ বিতর্ক আছে। এই প্রবন্ধটি সংগৃহীত। এর পুরোটা সত্য কিনা সেটা অনুসন্ধান সাপেক্ষ)

আরও পড়তে নিচের লিংকে ক্লিক করুন:

পৃথিবীর কত কিছুই আমাদের অজানা, আসুন অদ্ভুদ কিছু তথ্য জানি (পর্ব ২)


পৃথিবীর কত কিছুই আমাদের অজানা, আসুন অদ্ভুদ কিছু তথ্য জানি (পর্ব ৩)


পৃথিবীর কত কিছুই আমাদের অজানা, আসুন অদ্ভুদ কিছু তথ্য জানি (পর্ব ৪)


পৃথিবীর কত কিছুই আমাদের অজানা, আসুন অদ্ভুদ কিছু তথ্য জানি (পর্ব ৫)


পৃথিবীর কত কিছুই আমাদের অজানা, আসুন অদ্ভুদ কিছু তথ্য জানি (শেষ পর্ব)




মন্তব্য চালু নেই