পৃথিবীর কত কিছুই আমাদের অজানা, আসুন অদ্ভুত কিছু তথ্য জানি (পর্ব ৪)

8c57aa3ce5a1ce1d16acd6be76e319ee_xlarge

৫০। জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে যেতে হলেও যাও; একটি বিকৃত হাদীস (?)
বহুল প্রচলিত এই হাদীসটির নাকি কোন সত্যতা নেই । আবুল ফারাজ ইবনে আল জাওয়াযি (Abu’l-Faraj ibn al-Jawzi; Click This Link) এবং আবু হাতীম মুহাম্মাদ ইবনে আল-তামিমি আল-দারিমি আল-বুস্তি (Abu Hatim Muhammad ibn Hibban al-Tamimi al-Darimi al-Busti; http://en.wikipedia.org/wiki/Ibn_Hibban) নামক দুইজন প্রখ্যাত হাদীস গবেষক বর্ণনা করেছেন উপরোক্ত হাদিস টির কোন সত্যতা নেই । মূল বাক্যটি আরবীতে বলা হলেও এটি নাকি কোন হাদীস নয় বরং পরবর্তীকালের কোনো মুসলিম মণীষীর বাণী ।
আমার কথা হচ্ছে কথাটি হাদীস না হলেও এখানে চীনের কথাই কেন বলা হোল, তারপরও আরবের মত দেশের একজন মুসুলমানের মুখ থেকে ? তাহলে আসুন জেনে নেই জ্ঞানার্জনের জন্য চীন নামক দেশটির কথাই কেন বলা হোল?


 

d3fad8fd6e6a580b962354ddc467fb47_xlarge

৫১। সবচাইতে প্রাচীন সভ্যতা যা এখনও টিকে আছে
বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা গুলোর মধ্যে একটি হচ্ছে চৈনিক সভ্যতা । যীশু খৃষ্টের জন্মের প্রায় দুই হাজার আটশত বছর আগে এ সভ্যতার উত্থান । মায়ান সভ্যতার উত্থান চৈনিক সভ্যতা থেকে আরও দুইশত বছর পর । কত পুরোনো রে বাবা !


 

ff6f2b3826565e4c99ed8159dc1403db_xlarge

৫২। সর্বপ্রথম কাগজ আবিষ্কার ও মুদ্রণ শিল্প
যীশু খৃষ্টের জন্মেরও প্রায় দুইশত বছর আগে থেকে চীনে কাগজ ব্যবহার হয়ে আসছে । মুদ্রণ শিল্পের উত্থান এই চীন থেকেই ।


 

0faac86bcdab3701c8f15dbb3d9091f0_xlarge

৫৩। ধূমকেতু আবিষ্কার
১৭০৫ খৃষ্টাব্দে হ্যালী কর্তৃক ধূমকেতু (হ্যালীর ধূমকেতু) চিহ্নিত হবার অনেক আগেই, যীশু খৃষ্টের জন্মের প্রায় দুই শত চল্লিশ বছর পূর্বে চীনা জ্যোতির্বিদেরা এই ধূমকেতু চিহ্নিত করেছিলেন ।


 

4d2aedbe6d408671f6e44ca179b08af5_xlarge

৫৪। চা আবিস্কার
যীশু খৃষ্টের জন্মের দুই হাজার সাতশত সাইত্রিশ বছর পূর্বে চীনে সর্বপ্রথম চা আবিষ্কার হয় এবং তখন থেকেই চীনারা চিকিৎসার কাজে চা পাতা ব্যবহার করে আসছে ।


 

5239bb1b71efad363e19e411fadaffcb_xlarge

৫৫। ক্যালেন্ডার আবিস্কার
দিনপঞ্জী বা ক্যালেন্ডার । চীনারা ব্যবহার করে আসছে যীশু খৃস্টের জন্মের প্রায় বারশত বছর আগে থেকেই । এই ক্যালেন্ডার ওরাকল বোন ক্যালেন্ডার (Oracle Bone Calendar) নামে পরিচিত ।


 

dbb5f90ba55a8e77a5f3dfc36317c2d4_xlarge

৫৬। চীনা চপষ্টিক
যীশূ খৃষ্টের জন্মের প্রায় এক হাজার বছর আগে মিশরীয়রা সর্বপ্রথম চামচ আবিষ্কার করে । আর এরও প্রায় এক হাজার বছর আগেই চীনারা খাবার দাবারের জন্য চপষ্টিক ব্যবহার করে আসছিল ।

আমারতো মাঝে মাঝে সন্দেহ হয় এই চা, চীন আর চপষ্টিক এই তিনটির মধ্যে কোন যোগসূত্র নেই তো ?


 

6dcd7e15eb5f488711c5647d93d89835_xlarge

৫৭। গুলাবী গ্যাং (Gulabi gang)
চীন নিয়ে তো অনেক চেঁচামেচি হোল, এবার বলি আমাদের এই পাশের ভারতীয় সভ্যতা কি কম পুরনো ছিল নাকি ? এই সভ্যতার কথা আরেকদিন বলব, আজকে যেটা বলব তা হচ্ছে এই বর্তমান ভারতেই একটি গ্যাং আছে, নাম গুলাবী গ্যাং । ভারতীয় নারীদের নিয়ে গঠিত এই গ্যাং এর কাজ কি জানেন ? যেসব স্ত্রীদের স্বামীরা তাদের ওপর আক্রমণাত্মক সেই সব স্ত্রীরা এই গুলাবী গ্যাং এর সাথে যোগাযোগ করে । অতঃপর একদিন সময় সুযোগ বুঝে এই গুলাবী গ্যাং এর সদস্যরা এসে সেই স্বামীকে ইচ্ছে মত ঝাড়ু পেটা করে যায় । বলি, স্বামীরা তো একটু আধটু খারাপ ব্যবহার করতেই পারে, তুমিও বাড়ির দরজাটা বন্ধ করে একটু আধটু ঝাড়ু পেটা করে দাও ! তা না, রীতিমত গ্যাং দিয়ে ঝাড়ু পেটা ! হায়রে স্বামী ! কেন যে বিয়ে করেছিলেন ? এর চেয়ে লন্ডনে গিয়ে ব্ল্যাক ক্যাব চালান তাও ভালো ।


 

996eff66643cf55c0aa63d4786488887_xlarge

৫৮। লন্ডনে ব্ল্যাক ক্যাব চালাবেন ? চালান !
অন্য মহিলাদের কাছে ঝাড়ু পেটা খেয়ে তো বৌয়ের ওপর অভিমান করে বৌ ফেলে লন্ডন চলে গেলেন, ব্ল্যাক ক্যাব চালাবেন ? ছোট্ট একটা পরীক্ষা দিতে হবে যে ? বেশী কিছুনা, ঐ ড্রাইভিং এর পরীক্ষা আর কি ? গাড়ী চালিয়ে দেখানোর আগে লন্ডনের পঁচিশ হাজার রাস্তা আর পঞ্চাশ হাজার পয়েন্টগুলো ভালভাবে মুখস্ত করতে হবে, এই টুকুই । কি বললেন? এর চেয়ে দেশের মহিলাদের হাতে ঝাড়ু পেটা খাওয়াই সহজ ? তা খান না ! আমার কি ?


 

49a73eb3cb649edb26f4a835b1f74dec_xlarge

৫৯। গুলাবী গ্যাং আসলে টয়লেটে বসে থাকুন
ওসব লন্ডন ফন্ডন এ গিয়ে ব্ল্যাক ক্যাব চালানোর চেষ্টা করার চেয়ে বরং দেশেই থাকুন । আর যদি মাঝে মাঝেই বাসায় গুলাবী গ্যাং আসে তবে টয়লেটে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকুন ! কতক্ষণ আর অপেক্ষা করবে ওরা ? অন্য স্বামীদের ঝাড়ু পেটা করতে হবে না ? কিছুক্ষণ অপেক্ষার পরেই ওরা চলে যাবে, খুব বেশী হলে আপনার বৌকে বলে যাবে যে আপনি টয়লেট থেকে বের হলেই ওদেরকে যেন খবরটা দেয়, এই তো ? এই সময়ে আপনি বরং আপনার টয়লেট টা সেরেই ফেলুন । ও আচ্ছা, ওখানেও তো সমস্যা ! আপনি জানেন ? আপনার এই বারবার টয়লেটে যাওয়া আর তার জন্য যে পরিমাণ টয়লেট টিস্যু ব্যবহার করেন সে জন্যে প্রতিদিন কতগুলো গাছ কাটা পড়ে ? – প্রায় সাতাশ হাজার ! বলি, সব দিক বিবেচনা করে বিয়ে না করাই ভালো ।


 

6f3269d82cb00741210909af89f324ea_xlarge

৬০। অতএব বিয়ে না করাই ভালো
অতএব বিয়ে না করাই ভাল । আর করলেও যারা গুলাবী গ্যাং খবর দিতে পারবে না, তাদের বিয়ে করলেই তো হয় ! এই উদ্দেশ্য মাথায় রেখেই কি ২০০৭ সালে ভারতের তামিলনাড়ু প্রদেশে তেত্রিশ বছর বয়স্ক সিলভাকুমার একটি মাদি কুকুরকে বিয়ে করেছিলেন ? তিনি অবশ্য তা বলেননি, তিনি যা বলেছিলেন তা হছে বিভিন্ন অভিশাপ থেকে মুক্ত হবার জন্য তিনি এ বিয়ে করেছেন । যাই হোক এখানে গুলাবী গ্যাং এর কোন ভয় নেই কিনা তা অবশ্য জানা যায় নি ।


 

d420220320fc46761eeabc6253079741_xlarge 169dc5aa53fb37950723161104c82348_xlarge

৬১। মেয়েরাও পারে বটে !
শুধু তোমরা পুরুষেরাই পারো ? আমরা মেয়েরা পারি না ? অতঃপর ২০১৪ সালে পূর্ব ভারতের ঝাড়খান্দ-এ ১৮ বছর বয়স্ক মাংলি মুন্দা নামের আঠার বছর বয়স্ক একটি মেয়েকে বিয়ে দিয়ে দেয়া হোল একটি মদ্দা কুকুরের সাথে ! এখানেও নাকি একই ব্যাপার, দুষ্ট আত্মার কবল থেকে মুক্ত হবার জন্যই নাকি মেয়েটির বিয়ে কুকুরটির সাথে দেয়া হয়েছিল । নীচের প্রথম ছবিটি দেখুন – মেয়েটির সাথে কুকুরটির বিয়ে হচ্ছে । আর দ্বিতীয় ছবিটি দেখুন – বিয়ের সময়েই কুকুরটি ঘুমিয়ে পড়েছে । আমারতো মনে হয় ঘুমিয়ে পড়েনি, অজ্ঞান হয়ে গেছে ! কুকুরের ষষ্ঠ ইন্দ্রিয় (Sixth Sense) আবার মানুষের চেয়ে অনেক প্রবল কিনা ! ও ঠিকই টের পেয়ে গিয়েছে বিয়ের মজা কি ?


 

96c1e67fc899d93bcf5bc2905b537c93_xlarge

৬২। আরও অদ্ভুৎ বিয়ে
এ তো গেল ভারতের কথা । ফ্রান্সে নাকি মৃতদেরও বিয়ে করা যায় ! বলি, মরে যে একটু শান্তি পাবো, এখানে তো তাও নেই দেখছি ?


 

6f381eb566e052c1a2c704298ff33ba5_xlarge

৬৩। এ যে আরও এক কাঠি ওপরে !
এতো গেল গুলাবী গ্যাং এর কাছে ঝাড়ু পেটা হওয়া আর মানুষ ব্যাতীত অন্য প্রাণী বিয়ে করার ইতিহাস । বলি, আমেরিকান এয়ার ফোর্সের একজন সদস্য এরিকা (Erika Eiffel), সে তো ২০০৮ সালের এপ্রিল মাসে পুরদস্তুর আইফেল টাওয়ার টিকেই বিয়ে করে ফেললেন ? নীচের ছবিটিতে দেখুন প্রিয়তমা স্ত্রী চুমু খাচ্ছেন প্রিয়তম স্বামীকে(!) ওফ্‌, মানুষেরা পারেও বটে !


 

c0ed8e989e40104f0917eac42cf5e90c_xlarge

৬৪। স্ত্রী সম্পর্কিত একটি হাদীস
শেষ করছি স্ত্রী সম্পর্কিত একটি হাদীস দিয়ে।


 

(বিঃদ্রঃ এই ব্যাপারগুলো নিয়ে যথেষ্ঠ বিতর্ক আছে। এই প্রবন্ধটি সংগৃহীত। এর পুরোটা সত্য কিনা সেটা অনুসন্ধান সাপেক্ষ)

আরও পড়ুন:

পৃথিবীর কত কিছুই আমাদের অজানা, আসুন অদ্ভুদ কিছু তথ্য জানি (পর্ব ১)


পৃথিবীর কত কিছুই আমাদের অজানা, আসুন অদ্ভুদ কিছু তথ্য জানি (পর্ব ২)


পৃথিবীর কত কিছুই আমাদের অজানা, আসুন অদ্ভুদ কিছু তথ্য জানি (পর্ব ৩)


পৃথিবীর কত কিছুই আমাদের অজানা, আসুন অদ্ভুদ কিছু তথ্য জানি (পর্ব ৫)


পৃথিবীর কত কিছুই আমাদের অজানা, আসুন অদ্ভুদ কিছু তথ্য জানি (শেষ পর্ব)




মন্তব্য চালু নেই