পৃথিবীর কত কিছুই আমাদের অজানা, আসুন অদ্ভুত কিছু তথ্য জানি (পর্ব ৩)
৩৬। প্রেম করতে ভয় পান ?
কি, প্রেম করতে ভয় পান ? তাহলে এখনই ডাক্তারের কাছে যান আর বলেন আপনার “ফিলোফোবিয়া” (Philophobia) নামক অসুখটি হয়েছে । ডাক্তার আপনাকে ওষুধ দিবে, আপনি নিয়মিত ওষুধ খাবেন আর এক সময় দেখবেন আপনার প্রেম করতে আর ভয় লাগছে না । প্রেম করতে ভয় পাওয়া রোগটির নাম “ফিলোফোবিয়া” । তবে আমি বলি কি, ওসব ডাক্তারের কাছে যাওয়া বাদ দিয়ে একবার সাহস করে প্রেম করেই ফেলুন না, তখন আর প্রেমে ভয় ? দেখবেন মরতেও ভয় লাগছেনা
৩৭। বৌয়ের মজা ?
স্প্যানিশ “এস্পোসাস” (esposas) শব্দের অর্থ দুটি – বৌ আর হাতকড়া । বলি, এরচেয়ে সুন্দর মিল আর কোথায় আছে ?
৩৮। আপনার শরীরে হাড় কয়খানা?
-বাহ্ ! এত সহজে বলে ফেললেন ২০৬ খানা ! একদম ঠিক । এবার সদ্য জন্মানো একটি মানব শিশুকে জিজ্ঞেস করুন তো ওর শরীরে কয়খানা হাড় ? ও বলবে ২৭০ খানা ! কেন বাবা, ও কি মানুষ না ?
৩৯। কত রঙ বেরঙের ঢং !
হাড়ের কথা বাদ দিন, আপনার সদ্য জন্মানো শিশুর জন্য কত রঙ বেরঙের কাপড়-চোপড়, খেলনা-পাতি কিনে রেখেছেন না ? আচ্ছা আমি বলি এত রং বেরঙের জিনিস কি বাচ্চার আনন্দের জন্য নাকি আপনার আনন্দের জন্য ? কি বাচ্চার আনন্দের জন্য ? ঠিক আছে তাহলে আপনার বাচ্চাকেই জিজ্ঞেস করুন ১৮ মাস বয়স পর্যন্ত ও সাদা কালো বাদে আর কোন রঙটি দেখেছে ? এবার বুঝেছেন তো আপনার ঢং কোন জায়গায় ? আঠার মাস পর্যন্ত শিশুরা সাদা কালো বাদে কোন রঙই বুঝতে পারে না ।
৪০। আপনার সন্তান কি খেতে চায়না?
কি আপনার সন্তান কি সহজে কিছু খেতে চায়না ? আপনার কি মনে হয়, কেন খেতে চায়না ? খাবারে কোন স্বাদ থাকেনা এ জন্য ? একদম ভুল ! আপনার সন্তান আপনার চেয়ে কমপক্ষে দ্বিগুন স্বাদ অনুভব করতে পারে । আপনার জিহ্বায় যদি থাকে সর্বোচ্চ পাঁচ হাজারটি Taste Buds (Taste buds, যা দিয়ে আমরা খাবারের স্বাদ নিয়ে থাকি) আপনার সন্তানের জিহ্বায় আছে সর্বনিম্ন দশ হাজারটি Taste Buds । হোলতো এবার !
৪১। জনসমক্ষে ধূমপান করিবেন না
জনসমক্ষে ধূমপান করিবেন না – এই সংক্রান্ত কত ক্যাম্পেইনইতো দেখেছেন, দেখেছেন না ? কিন্তু জানেন আধূনিক যুগের এই জনসমক্ষে ধূমপানের বিরুদ্ধে এই ক্যম্পেইনটি সর্বপ্রথম কে চালু করেছিলেন ? – হিটলার । সাবাস !
৪২। পিরামিড !
মিশরের পিরামিড তৈরীতে কাদের ব্যবহার করা হয়েছিল, মানে শ্রমিক হিসাবে কারা কাজ করেছিল জানেন ? কি বলবেন জানি – মিশরের দাসদের ব্যবহার করা হয়েছিল । এই যদি জেনে থাকেন তবে আসল ঘটনা জেনে রাখেন, এই যে এত্ত গল্পে পড়েছেন আর এত্ত সিনেমায় দেখেছেন পিরামিড তৈরীতে কত হাজার হাজার দাসদের ব্যবহার করা হচ্ছে, তাদের ওপর কত অত্যাচার করা হচ্ছে এগুলো সবই কিন্তু মিথ ! সত্য না । গ্রিক ঐতিহাসিক হিরোদোতাস (Herodotus) কর্তৃক রচিত মিথ থেকেই হাজার হাজার বছর ধরে এ ধারণা চলে আসছে । আসল ঘটনা হচ্ছে মিশরের পিরামিড তৈরীতে সাধারণ শ্রমিকদের ব্যবহার করা হয়েছিল এবং এর বিনিময়ে তারা পারিশ্রমিকও পেতেন ।
৪৩। মজার গুগল্
গুগল এর সার্চ বক্সে “askew” শব্দটি লিখে একটু সার্চ দিন তো ? দেখুন তো স্ক্রিন কেন এমন বাঁকা হয় ?
৪৪। প্যাঁচার প্যাচালী
প্যাঁচা তো সবাই চিনেন, চিনেন না ? ঠিক আছে, একসাথে কিছু প্যাঁচা দেখলে কি বলবেন ? এক পাল প্যাঁচা ? বা অন্য কিছু ? যাই বলুন না কেন, ইংরেজীতে এটাকে কি বলে জানেন ? – Parliament . বিশ্বাস না হলে ডিকশনারীটা চেক করে দেখতে পারেন । বলি ইংরেজরা এত আগে এটা জানল কিভাবে ? বুদ্ধি আছে ব্যাটাদের !
৪৫। আপেলের দোকান দিয়ে দিন
প্রাচীন গ্রিসে নাকি এক জন আরেকজনের দিকে আপেল ছুঁড়ে মারলে তা প্রেম নিবেদন করা হত । বলি, আমাদের দেশেও যদি এই নিয়মটি চালু করা হত, দেখতেন সুন্দরী ললনারা কত তাড়াতাড়ি বড় বড় আপেলের দোকান খুলে বসত ! দেশের অর্থনীতিতে আসত গতিশীলতা । দেননা ভাই নিয়মটা চালু করে !
৪৬। ইন্টারনেটে চ্যাট করার সময় কত বার LOL লিখেন ?
বলি, ইন্টারনেটে চ্যাট করার সময় কত বার LOL (Laugh out Loudly) লিখেন ? লিখেন, যত হাসবেন তত লিখবেন, তাতে আমার কি ? কিন্তু জানেন ? আগে, মানে ইন্টারনেট চালুর আগে LOL মানে কি বোঝানো হত ? – “Lots of Love”. কি হাসি চলে গেল ? আমার তো হাসি পাচ্ছে, এবার লিখুক দেখি কেউ আমাকে – LOL
৪৭। হায়রে পুরুষ !
এক গবেষণায় দেখা গেছে, একজন পুরুষ নাকি দৈনিক গড়ে ছয়টি মিথ্যা কথা বলে, যা নারীদের তুলনায় দ্বিগুন ! অন্য আরেক গবেষণায় দেখা গেছে পুরুষরা মেয়েদের তুলনায় বেশী বার “I Love You” বাক্যটি বলে থাকে ।
এখানে দেখুন, দুটি গবেষণা সম্পুর্ণ পৃথক কিন্তু আমি শুধু পৃথক পৃথক দুটি গবেষণার ফলাফলকে এক সাথে নিয়ে আসলাম, আর মানে কি দাঁড়াল ?
৪৮। সাধের ফেইসবুক !
ফেইসবুক ব্যবহার করেন ? যদি করে থাকেন তাহলে জেনে রাখুন আপনি কোন কোন সাইটে ভিজিট করছেন তা ফেইসবুক ট্র্যাক করে থাকে । হ্যাঁ, আপনি লগ আউট করার পরও । আমার বাবা ওসবে ভয় নেই, করুক না ট্র্যাক ! খেয়ে দেয়ে আর কোন কাজ নেই তো কি আর করবে ?
৪৯। এই হাদীসটি কি পড়েছেন ?
(বিঃদ্রঃ এই ব্যাপারগুলো নিয়ে যথেষ্ঠ বিতর্ক আছে। এই প্রবন্ধটি সংগৃহীত। এর পুরোটা সত্য কিনা সেটা অনুসন্ধান সাপেক্ষ)
আরও পড়ুন:
পৃথিবীর কত কিছুই আমাদের অজানা, আসুন অদ্ভুদ কিছু তথ্য জানি (পর্ব ১)
পৃথিবীর কত কিছুই আমাদের অজানা, আসুন অদ্ভুদ কিছু তথ্য জানি (পর্ব ২)
পৃথিবীর কত কিছুই আমাদের অজানা, আসুন অদ্ভুদ কিছু তথ্য জানি (পর্ব ৪)
পৃথিবীর কত কিছুই আমাদের অজানা, আসুন অদ্ভুদ কিছু তথ্য জানি (পর্ব ৫)
পৃথিবীর কত কিছুই আমাদের অজানা, আসুন অদ্ভুদ কিছু তথ্য জানি (শেষ পর্ব)
মন্তব্য চালু নেই