পৃথিবীতে শাহরুখের সবচেয়ে প্রিয় মানুষ কে?

সম্প্রতি বলিউড বাদশা শাহরুখ খান তার টুইটারে একটি ছবি পোস্ট করেছেন। যে ছবিতে রয়েছে পৃথিবীতে শাহরুখ খানের সবচেয়ে প্রিয় দুই মানুষ। এ দুজন মানুষ হলেন, বিশ্বখ্যাত অভিনেতা জ্যাকি চ্যান এবং বলিউডের আরেক তারকা সোনু সুদ।

VrXHhdy

টুইট বার্তায় কিং খান লিখেছেন, এ পৃথিবীতে আমার সত্যিকার দুই প্রিয় মানুষ তারা। সোনুকে উদ্দেশ করে লিখেছেন, আরো পথ যেতে হবে এবং জ্যাকিকে বলো তার সঙ্গে আমি দেখা করতে চাই।

হলিউডি চলচ্চিত্র ‘কুং ফু ইয়োগা’-তে অভিনয় করছেন জ্যাকি চ্যান আর সোনু সুদ। স্ট্যানলি টংয়ের পরিচালনায় অ্যাকশনধর্মী ছবিটির শুটিং হবে দুবাই, বেইজিং এবং চীনে।



মন্তব্য চালু নেই