পৃখিবীর বিখ্যাত শিল্পীদের আঁকা সব চিত্রকর্ম এখন সাপের দখলে!

সাপ কখনো ভয়ংকর, কখনোবা সুন্দর। সাপের বিষ কখনো মানুষের মৃত্যুর কারণ, কখনোবা এই বিষ দিয়েই তৈরি হয় ওষুধ। সাপ যত ভয়ংকরই হোক না কেন, সরীসৃপ এই প্রাণীটিকে নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই।

আর এই সাপকেই বিখ্যাত শিল্পীদের আঁকা কিছু চিত্রকর্মে নতুন করে যুক্ত করেছেন বিল ফ্লাওয়ার্স নামের এক শিল্পী। ভ্যান গগ থেকে শুরু করে লিওনার্দো দ্য ভিঞ্চির মোনালিসা পর্যন্ত অনেক বিখ্যাত ছবিতেই তিনি সাপকে যুক্ত করেছেন।

দেখুন ছবিগুলো

Dali-smaller__880

স্যালভাদর ডালির পারসিসটেন্ট অফ মেমোরিতে তিনি সাপকেই অধ্যবসায়ী করে তুলেছেন


Sea-Snakey-Night-after-Van-Gogh-smaller__880

ভ্যান গগ এর ভয়ংকর রাতকে সাপ দিয়ে আরো ভয়ংকর করে তুলেছেন বিল


mona-smaller__880

মোনালিসার সুন্দর হাসির সঙ্গে ভয়ংকর সাপ


birth-of-snake-venus_small__880

বোতিসেলি’র বার্থ অফ ভেনাস ছবিতে সাপেরই জন্ম হলো


Thou-shall-take-up-serpents-__880

উড এর ছবিতে সাপের আগমন


Sunday-Afternoon-on-the-Island-of-La-Serpent-smaller__880

ফরাসী শিল্পী স্যুরাতের সানডে আফটারনুনের দ্বীপটিতে যেন সাপেরই রাজত্ব


W-mother-smaller__880

লেডি স্নেক চার্মার


Raft-for-reptile-rescue-after-Géricault.__880

গেরিশতের চিত্রকর্মে সাগরের উত্তাল ঢেউয়ে মেডুসাকে সাপকে বোধহয় বাঁচাতে যাচ্ছে সবাই


serpents-supper-smaller__880

লিওনাদ্যো দ্য ভিঞ্চি’র দ্য লাস্ট সাপার




মন্তব্য চালু নেই