পূর্ণদিবস কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা
শিক্ষকদের দাবি ও অবমাননার বিষয়টি আমলে না নিয়ে জাতীয় বেতন কাঠামো ঘোষণার প্রতিবাদ জানিয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
অনুমোদিত বেতন কাঠামোয় নিজেদের অবস্থান ‘অস্পষ্ট’ মন্তব্য করে স্বতন্ত্র পে-স্কেলের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার সকাল ৮টা থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন তারা। বিকেল ৫টা পর্যন্ত চলবে এ কর্মসূচি।
সকাল থেকে সকল পাবলিক ও সরকারি বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। বেলা ১১টায় সংবাদ সম্মেলনে মিলিত হয়েছেন তারা।
গত সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে নতুন বেতন কাঠামো অনুমোদিত হওয়ার পর শিক্ষকদের মাঝে ক্ষোভ দেখা দেয়। এবং তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
শিক্ষকদের দাবিসমূহ ও অবমাননার বিষয়টি চিন্তা না করেই বর্তমান বেতন কাঠামো নির্ধারিত হয়েছে এবং সিলেকশান গ্রেড বাতিল করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি। তারা বলেন, এক্ষেত্রে ঘোষিত বেতন কাঠামো অনেকটা অস্পষ্ট। অনতিবিলম্বে দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মন্তব্য চালু নেই