পূজায় বাড়ি থাকছেন না রানি
বাড়ির পূজায় এবার মুম্বাইতে থাকছেন না রানি মুখোপাধ্যায়। সে সময় আদিত্য ঘরণী উড়ে যাচ্ছেন বিদেশে। পুজোর দিনগুলো সেখানে কাটিয়ে বাড়ি ফিরবেন তিনি।
গত ৬৭ বছর ধরে দুর্গাপূজা হয়ে আসছে মুখোপাধ্যায় পরিবারে। মুম্বাইয়ের সেলিব্রিটি বাড়ির এই পূজাতে ভিড় জমান বলিউড তারকারা। পূজার ভিড়ে প্রতিবছরই অতিথি আপ্যায়নে দেখা মেলে রানি, কাজল দু’ বোনেরই। তবে, হঠাৎ কেনও এবার আড়াল?
কারণটা আর কিছুই নয়, অন্যবারের তুলনায় এ বছরের পূজাটা একটু আলাদা রানির কাছে। কারণ, তিনি সন্তানসম্ভবা। সবকিছু ঠিক থাকলে জানুয়ারিতেই মা হবেন রানি। সেক্ষেত্রে বেবি বাম্প নিয়ে সকলের সামনে আসাটা খানিকটা অস্বস্তির। তাই লোকচক্ষুর আড়ালে থাকতে এই সিদ্ধান্ত মিসেস আদিত্য চোপড়ার।
মন্তব্য চালু নেই