পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ৩০

‘৫ জানুয়ারি’ পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

সোমবার দুপুরে শহরের টিএ রোড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘৫ জানুয়ারি’ গণতন্ত্র হত্যা দিবস ঘোষণা দিয়ে কালো পতাকা মিছিল বের করে জেলা বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি শহরের রেলগেট এলাকা থেকে শুরু হয়ে টিএ রোড এলাকায় পৌঁছলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হন। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে টিএ রোড এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় পুলিশ শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। পুলিশ, বিজিবি ও র্যা বের উপস্থিতিতেই এ সংঘর্ষ চলে। এতে শহরের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট ব্যবসা বাণিজ্য ও যানচলাচল বন্ধ রয়েছে।



মন্তব্য চালু নেই