পুলিশ দিয়ে জঙ্গিগোষ্ঠী নির্মূল করা সহজ জঙ্গিবাদ নয়
শরীয়তপুর প্রতিনিধি: জঙ্গি নির্মূলে পুলিশের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, জঙ্গিগোষ্ঠী পুলিশ দিয়ে নির্মূল করা সহজ কিন্তু জঙ্গিবাদ নির্মূল করা সহজ নয়। জঙ্গিবাদ নির্মূল করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের নরকলিকাতা গ্রামে পুলিশের আইজি একেএম শহিদুল হকের প্রতিষ্ঠিত মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন।
এসময় জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল ও ভোজেশ্বর ইউপি চেয়ারম্যান একেএম নুরুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই