পুলিশের ভয়ে ‘পালাতে গিয়ে’ মৃত্যু
পুলিশ দেখে পালাতে গিয়ে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকায় এক মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শহিদুল ইসলাম (৪৫) চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়ার জুলমত মণ্ডলের ছেলে।
চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের এসআই আমির আব্বাস বলেন, “পোশাক পরা গোয়েন্দা পুলিশের একটি দল অন্য এক আসামির খোঁজে সোমবার রাতে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকায় গিয়েছিল।
“শহিদুল পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় হোঁচট খেয়ে পড়ে যান। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
শহিদুলের বিরুদ্ধে থানায় মাদক সংক্রান্ত কয়েকটি মামলা আছে বলে জানান এসআই আমির আব্বাস।
মঙ্গলবার সকাল পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি এবং শহিদুলের পরিবারের কেউ থানায় আসেনি বলে জানান সদর থানার ওসি সাইফুল ইসলাম।
মন্তব্য চালু নেই