পুলিশি অভিযানে ডাকাত গ্রেপ্তার : স্বীকারোক্তিমুলক জবানবন্দী

চট্টগ্রাম রাউজান থানা পুলিশ রাতে পৃথক পৃথক ভাবে অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃত আজহারকে বুধবার আদালতে সোর্পদ করলে ডাকাতির ঘটনার সাথে স¤পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দী প্রদান করেন বলে জানান থানার ওসি প্রদীপ কুমার দাশ।

একইদিন পৃথক অভিযানে উপজেলার নোয়াজিশপুর এলাকার মৃত মুন্সি মিয়ার পুত্র দুই ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ডাকাত জুইন্যা সিকদার, প্রকাশ জুনু (৩৫) কে তার বাড়ী থেকে গ্রেফতার করে পুলিশ ।

চিকদাইর এলাকার মোঃ রফিকের পুত্র একটি ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ডাকাত মোঃ ফারুক (২৫) করে একই অভিযানে গ্রেফতার করা হয় । থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, রাউজান থানা পুলিশের একটি দল পৃথক অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার এনায়েত বাজার এলাকা থেকে ডাকাত আজহার (৪০) গ্রেফতার করা হয়।

ডাকাত আজহার মাদারীপুরের কালকিনি এলাকার আবদুল মজিদের পুত্র। ডাকাত আজহার চট্টগ্রামের কোতোয়ালী থানার এনায়েত বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করে চট্টগ্রামের বিভিন্ন এলাকার দুর্ধষ ডাকাতদের নিয়ে ডাকাতির ঘটনা সংঘঠিত করে আসছে বলে জানান পুলিশ।



মন্তব্য চালু নেই