পুরোটাই গুজব!
গুঞ্জন উঠেছিল বলিউডের জনপ্রিয় সিনেমা ধুম এর পরবর্তী সিক্যুয়েল ধুম ফোরে অভিনয় করছেন অমিতাভ বচ্চন। কিন্তু এ নিয়ে নির্মাতারা এখনো কোনো পরিকল্পনা করেননি বলে জানা গেছে।
সম্প্রতি এক প্রতিবেদনে জানা যায়, ধুম ফোরের প্রযোজক আদিত্য চোপড়া এবং পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য তাদের সিনেমার জন্য বিগ বি খ্যাত বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন এবং অভিনেতা হৃতিক রোশানকে চুক্তিবদ্ধ করার কথা ভাবছেন।
কিন্তু অমিতাভ বচ্চনকে ধুম ফোর সিনেমায় চুক্তিবদ্ধ করার ব্যাপারে পরিচালক বিজয় কৃষ্ণ বলেন, ‘এ ধরনের কোনো পরিকল্পনা এখনো হয়নি।’
ধুম টু সিনেমার পর হৃতিক রোশানকে আবারো খল চরিত্রে দেখা যাবে কিনা? এমন প্রশ্নের জবাবে পরিচালক বলেন, ‘কয়েক সপ্তাহের মধ্যে আমরা সিনেমা সম্পর্কে ঘোষণা দিব। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বিভিন্ন পোস্টের মাধ্যমে তখন আপনাদের সঠিক ছবি দেখাতে পারব।’
এদিকে যশ রাজ ফিল্মসের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘যশ রাজ ফিল্মসের পরবর্তী সিনেমার আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করুন এবং সেই সময় পর্যন্ত দয়া করে সকল প্রকার গুঞ্জন থেকে বিরত থাকুন।’
মন্তব্য চালু নেই