পুরুষের ত্বকের যত্নে কার্যকরী মাস্ক

ত্বকের যত্ন করা শুধু নারীদের জন্য নয়, পুরুষদেরও ত্বকের অনেক ভালভাবে যত্ন নেয়া উচিৎ। এই গরমে রোদের কারণে খুব সহজে ত্বক পুড়ে যায়। আবার অতিরিক্ত গরমে ব্রণ ও অন্যান্য ত্বকের সমস্যা দেখা যায়। এসকল সমস্যা থেকে উত্তরণের জন্য করনীয় উপায় নিম্নে বর্ণনা করা হল-

লেবু ও ঘৃতকুমারীর মাস্ক:

লেবু ও ঘৃতকুমারীর রস একসাথে মিশিয়ে ত্বকে ১৫ মিনিত পর্যন্ত লাগিয়ে রাখুন। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। লেবু ব্লিচের মত কাজ করে। যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। ঘৃতকুমারীর রস রোদে পোড়া দূর করার জন্য খুব ভাল কাজ করে।

কাজুবাদাম, দুধ ও লেবুর রস:

ত্বকের মরা চামড়া দূর করার জন্য কাজুবাদাম অনেক ভাল কাজ করে। চারটি কাজুবাদামের খোসা ছাড়িয়ে ভাল করে বেটে নিন। তারপর এতে আক চামচ দুধ ও তিন ফোঁটা লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এভাবে টানা ১৫ দিন ব্যবহার করলে পোড়া ত্বকের সকল সমস্যা দূর হয়ে যাবে।

হলুদ, দই ও মধুর মাস্ক:

ত্বকের অনেকগুলো সমস্যার সমাধান করে হলুদ। মধু এক্তি প্রাকৃতিক ঔষধ। যা আমাদের বিভিন্ন কাজে সাহায্য করে। হলুদ, দই ও মধু একত্রে মিশিয়ে ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। শুষ্ক ত্বকের জন্য এর উপকারিতা অনেক।



মন্তব্য চালু নেই