পুরুষরা কখন নারীর উপর সহিংস হয়ে ওঠে? (ভিডিও)
ভারতে ঘরের মাঝেই নারীরা অনেক নির্যাতনের শিকার হয়। নারীরা প্রতিনিয়তই তাদের স্বামী, বাবা কিংবা ভাইয়ের দ্বারা শারীরিকভাবে এবং মানসিকভাবে নির্যাতিত হতে থাকে। কিন্তু এর কারণটা কি?
কারণ অনুসন্ধানে একটি প্রামাণ্যচিত্র তৈরি করেছে উফান ডট ওআরজি (ufaan.org) । তারা খুঁজে বের করার চেষ্টা করেন যে ঠিক কখন পুরুষরা নারীদের উপর সহিংস হয়ে ওঠে। এজন্য তারা শিশুদের বেছে নেন এবং তার পাশে থাকা মেয়েটিকে চড় মারতে বলেন। কিন্তু কেউই এ ব্যাপারে রাজি হয়নি।
সাম্প্রতিক সময়ে একটি গবেষণা থেকে জানা যায় ৬৫ শতাংশ ভারতীয় পুরুষ তাদের বাড়িতে নারী নির্যাতন করে। ঠিক কেন এবং কিভাবে ছেলেগুলো এমন পৌরুষ লাভ করে সে ব্যাপারটি নিয়েই গবেষণার উদ্দেশ্যে চমৎকার একটি ভিডিও তৈরি করেন তারা।
মন্তব্য চালু নেই