পুরুষদের চেয়ে স্মার্টফোনে বেশি আসক্ত মহিলারা!

দিনের বেশিরভাগ সময়টাই মহিলাদের হাতে থাকে স্মার্টফোন৷ এক একজন মহিলা যতক্ষণ মোবাইল ব্যবহার করেন, তার প্রায় অর্ধেক সময় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ও মেসেজিং অ্যাপসে ব্যয় করেন৷ ভারতীয় সংবাদমাধ্যমে সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য৷

মোবাইল মার্কেটিং অ্যাসোসিয়েশনের এক সমীক্ষায় উঠে এসেছে একগুচ্ছ চাঞ্চল্যকর তথ্য৷ ওই সমীক্ষা থেকেই জানা গিয়েছে, ২০১৫ থেকে ২০১৬-য় স্মার্টফোন ব্যবহারের গড় বরাদ্দ সময় বেড়েছে প্রায় ৫৫ শতাংশ৷ দেখা গিয়েছে, পুরুষদের চেয়ে প্রায় দ্বিগুণ সময় স্মার্টফোনে ব্যয় করেন মহিলারা৷ তবে পুরুষরা ফেসবুকে বেশি সময় কাটালেও মহিলারা ইউটিউব ও গেমস খেলে বেশি সময় ব্যয় করেন৷ বাকি সময়টুকু সোশ্যাল নেটওয়ার্কিংয়ে৷

সমীক্ষা থেকে জানা গিয়েছে, বিনোদনের চেয়ে অনলাইন শপিং সাইটের ক্যাটাগরিতে প্রায় ১৫ শতাংশ বেশি সময় কাটান স্মার্টফোন ইউজাররা৷ সবচেয়ে অবাক করা বিষয় হল, ফিচার ফোন ব্যবহার করেন, এমন ৮৫ শতাংশ ফিচার ফোন ইউজার ব্যাটারি ও স্থায়ীত্বের নিরিখে স্মার্টফোনের দিকে ঝুঁকতে চান না৷ সংবাদ প্রতিদিন



মন্তব্য চালু নেই