পুরানো বন্ধুদের নিয়ে পার্টি করলেন সঞ্জয় দত্ত
![](https://archive1.ournewsbd.net/wp-content/uploads/2016/03/Sonjoy-Dutta.jpg)
হালকা মেজাজে সঞ্জয় দত্ত। জেল থেকে ছাড়া পাওয়ার পরে এই প্রথমবার পুরানো বন্ধুদের নিয়ে পার্টিতে মাতলেন সঞ্জু। সঙ্গে স্ত্রী মন্যতাও।
গত রবিবার তোলা একটি ছবিতে দেখা গেল, সঞ্জয়ের বহুদিনের বন্ধু পরেশ গিলানি সঞ্জয়ের কোলে বসে একই গাড়িতে পার্টিতে ঢুকছেন। এমনটা নয় যে গাড়িতে জায়গা কম ছিল, বরং কিছুটা ইচ্ছা করেই মজা করতে সঞ্জয়ের কোলে বসেছিলেন পরেশ।
কুমার গৌরবের নতুন বাড়ি পালি হিলে আয়োজিত এই পার্টিতে উপস্থিত ছিলেন সঞ্জয়ের আরেক ছোটবেলার বন্ধু রাজা ধোড়ি। মান্যতা ও বোন প্রিয়া দত্তও হাজির হয়েছিলেন পালি হিলে। রাত ২.৩০ পর্যন্ত নাকি চলেছে রবিবারের পার্টি।সূত্র: আজকাল
মন্তব্য চালু নেই