পুরস্কারের জন্য মনোনীত না সানি লিয়ন

ভারতীয় চলচ্চিত্র জগতের সবচেয়ে জমকালো বার্ষিক অনুষ্ঠান আইফা’র এবারের আসর বসতে চলেছে মালয়েশিয়ায়। এ আসরে উপস্থিত থাকার বাসনা ছিল বেবিডল সানি লিয়নের। কিন্তু উপস্থিত থাকতে পারছেন না তিনি। এজন্য সম্প্রতি ট্যুইটারে আক্ষেপ প্রকাশ করেছেন বলিউডের বেবিডল।
নিন্দুকের মুখে ছাই দিয়ে বক্স-অফিসে রমরমা ব্যবসা করেছে সানীর ছবি ‘এক পেহেলি লীলা’। সানির দাপটে ফিকে পড়ে গিয়েছিল একইসঙ্গে মুক্তি পাওয়া আনুশকার ‘এনএইচ-১০’ও অমিতাভের ‘শামিতাভ’। এই সাফল্য স্বীকৃতি থাকলেও সম্মান থেকে এখনও বঞ্চিত সানি। কোন পুরস্কারের জন্য মনোনীত হননি তিনি। অবশ্য এ নিয়ে কোন আক্ষেপ নেই বলে গণমাধ্যমকে জানিয়েছেন সানি।
তিনি জানিয়েছেন, আমি কোনদিন পুরস্কারের আশা করি না। এও জানি আমি কোনদিন পুরস্কারের জন্য মনোনীতও হব না। কারণটা অবশ্যই আমার ‘অতীত’।
তিনি আরো বলেন- অন্যরা পুরস্কার পাচ্ছেন, আমার দেখতে খুব ভালো লাগে। বিশেষ করে যে সিনেমাগুলি আমি দেখেছি, সেগুলি পুরস্কৃত হলে আমি বেশি খুশি হই। আমার কোন রকমের হিংসে হয় না যে আমাকে পুরস্কৃত করা হচ্ছে না।
মন্তব্য চালু নেই