পুরনো বোতল দিয়ে বানিয়ে নাও পেন্সিল বক্স

পেন্সিল বক্স সব শিশুদের প্রিয়। মিকি মাউস আঁকা পেন্সিল বক্স অথবা রোবো কপ না হয় সিনড্রেলা পেন্সিল বক্সের ভিড়ে অন্য ডিজাইনের পেন্সিল বক্স খুঁজে পাওয়া কঠিন। ছোট্ট বন্ধুরা, তোমরা চাইলে বাসায় থাকা যে কোন প্লাস্টিকের বোতল দিয়ে বানিয়ে নিতে পার নতুন একটি পেন্সিল বক্স। এতে তোমার পেন্সিল গুলো ভালো থাকবে সাথে তোমার পেন্সিল বক্সটি হবে সবার থেকে আলাদা।
যা যা লাগবে
১. দুইটি প্লাস্টিকের খালি বোতল।
২. একটি জিপার
৩. আঠা
৪. কাঁচি
যেভাবে বানাবে
একটি প্লাস্টিকের বোতলের ছিপি থেকে একটু নিচে কেটে নাও। অন্য বোতলটি কাটবে ইঞ্চি সমান।
এবার পুরাতন কোন কাপড় যা তুমি এখন ব্যবহার করো না অথবা তোমার বাবার কোন প্যান্ট যেটা তোমার বাবা ফেলে রেখেছে অপ্রয়োজনীয় হিসেবে এমন একটি প্যান্ট নাও। এবার প্যান্টের জিপারের অংশটি প্যান্ট থেকে আলাদা করে নাও।
একাজে তোমার বাবা বা মায়ের সাহায্য নিতে পারো। এবার গাম দিয়ে জিপারের একটি অংশ লাগাও প্রথম বোতলের খোলা অংশটির সাথে। এবং চেইন খোলা রেখে অন্য অংশটি লাগাও অন্য বোতলের খোলা অংশের দিকে।
এবার দেখ, চেইন লাগালেই এটি হবে তোমার প্রিয় পেন্সিল বক্স।
মন্তব্য চালু নেই