পুত্র সন্তানের মা হলেন অভিনেত্রী রুহি
র্যাম্প মডেল ও অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহি পুত্রসন্তানের মা হয়েছেন। গত ২২ ডিসেম্বর লন্ডনে রয়্যাল লন্ডন হাসপাতালে স্থানীয় সময় রাত ৩টা ৪৫ মিনিটে পুত্রসন্তানের মা হন।
রুহির স্বামী নির্মাতা মনসুর আলী গণমাধ্যমকে জানিয়েছেন, তার ছেলের নাম রাখা হয়েছে রুহান মনসুর আলী। মা এবং ছেলে দু’জনেই সুস্থ আছেন।
‘সংগ্রাম’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু রুহির। তা ছাড়া তাঁকে অনিমেষ আইচের ‘জিরো ডিগ্রি’ ও টালিউডের ‘গ্ল্যামার’ ছবিতেও অভিনয় করতে দেখা গেছে।
গত সেপ্টেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন রুহি ও মনসুর। বিয়ের পর থেকেই যুক্তরাজ্যে শ্বশুরবাড়িতে রয়েছেন অভিনেত্রী রুহি। তাই লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগৎ থেকে আপাতত একটু দূরেই আছেন। তবে এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে ‘মায়ানগর’ছবিটি।
মন্তব্য চালু নেই