পুণ্যস্নানে পদদলিত হয়ে ১০ জনের মৃত্যু

নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের পুণ্যস্নান উৎসবে পদদলিত হয়ে নারী ও শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে লাঙ্গলবন্দের রাজঘাটের সামনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সাজ্জাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন, এছাড়াও লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদের সদস্য রিপন ভাওয়াল ১০ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।

প্রতিবছরের মতো এবারও শুক্রবার ভোর থেকে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র অষ্টমীস্নান শুরু হয়েছে। ব্রহ্মপুত্র নদে হাজারো পুণ্যার্থীর এ স্নান চলবে শনিবার ভোর পর্যন্ত।

পুণ্যস্নান উপলক্ষে বৃহস্পতিবার থেকেই বন্দর থানার লাঙ্গলবন্দে হাজার হাজার পুণ্যার্থীর ঢল নামে। নিজেদের পাপ মোচনের জন্য প্রার্থনায় বিদেশ থেকেও অনেকে এসেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



মন্তব্য চালু নেই