পিয়াসের লাশ শহীদ মিনারে নিতে রিট

শিক্ষাবিদ ড. পিয়াস করিমের মরদেহ শহীদ মিনারে নেয়ার নিদের্শনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টর সংশ্লিষ্ট শাখায় এ রিটটি দায়ের করেন অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ।

রিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পিয়াস করিমের মরদেহ শহীদ মিনারে নেয়ার নিদের্শনা চাওয়া হয়েছে।

এদিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. পিয়াস করিমের মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে রাখার অনুমোদন না মিললেও সেখানে সমাবেশ করার অনুমোদন পেয়েছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নামে একটি সংগঠন। শুক্রবার সকালে পিয়াস করিমের মরদেহ শহীদ মিনারে রাখার কথা ছিল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেখানে লাশ রাখার অনুমোদন দেয়নি। সেখানে শুক্রবার সকাল ৯টা থেকে সমাবেশ করার অনুমোদন দিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডকে।

পিয়াস করিমের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখার আবেদন করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে তারা এ বিষয়ে কোনো আবেদন পায়নি।

এর আগে বুধবার পিয়াস করিমের মরদেহ শহীদ মিনারে আনতে চাইলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমোদন দেয়নি।

প্রসঙ্গত, গত সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান বিশিষ্ট রাজনীতিক বিশ্লেষক, সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. পিয়াস করিম।



মন্তব্য চালু নেই