পিয়ারসিংয়ের পরে…
কান, নাকের মতো আধুনিকারা আজকাল বেলি পিয়ারসিং করাচ্ছেন। কিন্তু, অনেকেই জানেন না বেলি পিয়ারসিংয়ের পর কি করা উচিৎ বা কি করা ঠিক নয়। পিয়ারসিংয়ের আগে যেমন জেনে বুঝে করা উচিৎ, পিয়ারসিংয়ের পরের ধাপগুলোয় জেনে রাখা গুরুত্বপূর্ণ-
পিয়ারসিংয়ের পর যখনই নাভিতে হাত দেবেন, তার আগে হাত ধুয়ে নেবেন। যেহেতু সারাদিন বিভিন্ন কাজ করতে হয়। ফলে হাত থেকে ব্যাকটিরিয়া সংক্রমণের আশঙ্কা সবথেকে বেশি থাকে। তাই হাত না ধুয়ে নাভিতে হাত দিলে সংক্রমণের আশঙ্কা থেকেই যায়।
পিয়ারসিংয়ের পর প্রচুর পরিমাণ স্বাস্থ্যকর খাবার খাবেন। নিয়ম করে সারাদিনে ৮ ঘণ্টা ঘুমোনোর চেষ্টা করবেন।
চেষ্টা করবেন আরামদায়ক জামাকাপড় পড়ার। এ সময় আঁটসাট জামাকাপড় এড়িয়ে গেলেই ভালো। নাহলে কাপড়ের সঙ্গে ঘষা লেগে ব্যথা হতে পারে।
কফিজাতীয় পানীয় থেকে দূরে থাকুন। ধূমপান করবেন না।
স্নানের সময় ক্ষারজাতীয় সাবান ব্যবহার না করাই ভালো। তার বদলে হালকা কোনও সাবান ব্যবহার করতে পারেন।
যদি পিয়ারসিংয়ের অংশে ব্যথা হয় বা ফুলে যায়, সেক্ষেত্রে নিজে থেকে কোনও ক্রিম না লাগানোই ভালো। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন।
মন্তব্য চালু নেই