“পিস টিভি নিষিদ্ধ করে সন্ত্রাসবাদী হওয়া আটকানো যাবে না”
২১ শতকে এসে সপ্তম শতকের ভাবনার কথা বলছেন জাকির নায়েক। এমনই মন্তব্য করেছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। টুইটারে তসলিমা নাসরিন লেখেন জাকির নায়েকের বক্তৃতা শুনেছেন তিনি। সেখানে কোরআনকে উল্লেখ করে জোর করে নিজের বক্তব্যের যৌক্তিকতা আরোপ করার চেষ্টা করছেন নায়েক।
তার ভাষণগুলো ‘বিপদজনক’ বলে মন্তব্য করে তসলিমা নাসরিন বলেন, ২১ শতকে এসে সপ্তম শতকের চিন্তাভাবনা চাপিয়ে দেওয়ার কথা বলছেন নায়েক। বাংলাদেশে পিস টিভির নিষিদ্ধ করা নিয়েও টুইট করেছেন তসলিমা। তিনি বলেন, পিস টিভি নিষিদ্ধ করে সন্ত্রাসবাদী হওয়া আটকানো যাবে না।
মন্তব্য চালু নেই