পিস্তল ও গুলিসহ যুবলীগ নেতা আটক
রাজশাহী : রাজশাহীর পুঠিয়ায় স্কুলের প্রধান শিক্ষকের কাছে চাঁদা চাওয়ার সময় পিস্তল ও গুলিসহ যুবলীগ নেতা রাহুল খানকে আটক করেছে পুলিশ।
আটক রাহুল খান উপজেলার জিউপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও জিউপাড়া ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আবদুল মান্নানের ছেলে।
শনিবার দুপুরে উপজেলার সরিষাবাড়ি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হাফিজুর রহমান জানান, যুবলীগ নেতা রাহুল খান দুপুরে উপজেলার সরিষাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী সরদারের কাছে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা না দিলে পিস্তল দেখিয়ে প্রাণনাশের হুমকি দেন প্রধান শিক্ষককে।
খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধারসহ রাহুল খানকে আটক করে। এ ঘটনায় প্রধান শিক্ষক আফসার আলী সরদার বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
মন্তব্য চালু নেই