পিছিয়ে পড়া মানুষদের পাশে সচিন

পূর্ব মুম্বইয়ের আদিবাসী অধ্যুষিত এলাকার পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ালেন রাজ্যসভার সাংসদ সচিন টেন্ডুলকর। মাস্টারব্লাস্টার তাঁর সাংসদ তহবিল থেকে সেখানকার মানুষদের জন্য ছ’টি শৌচাগার বানিয়ে দিচ্ছেন। পাশাপাশি রাস্তাতে ফুটপাতও বানিয়ে দিচ্ছেন সচিন। ইতিমধ্যেই মুম্বইয়ের গোরেগাঁওর আরে মিল্ক কলোনির আদিবাসীদের জন্য ৫০০টি সৌর আলো লাগিয়ে দিয়েছেন তিনি।

সচিনের উদ্যেগে যে শৌচাগার গুলি বানানো হচ্ছে সেগুলির গুনগত মান এমএইচডিএ-এসআরএ’র নির্মিত শৌচাগার গুলির থেকে অনেকটাই ভালো। পুরোনো শৌচাগারে অ্যাসবেস্টার শিট থাকত৷ যা অতিরিক্ত বৃষ্টিতেই খুলে যেত৷ কিন্তু নতুন শৌচাগারে কনক্রিটের স্ল্যাব থাকছে। আসন্ন বর্ষার কথা ভেবেই সচিন এই পরিকল্পনা। আরে অঞ্চলের ৪০ বছরের পুরোনো বাসিন্দা কিসান বালিরাম ইয়েরেকর জানাচ্ছেন,’ সচিন আমাদের জন্য যা করছেন তা অকল্পনীয়। এর আগে কেউ আমাদের জন্য এতটা ভাবেনি।’

রাজ্যসভায় সচিনের উপস্থিতির হার নিয়ে প্রায়শই বিরোধীরা প্রশ্ন তোলেন। কিন্তু এবার সচিনের হয়ে উত্তর দিলেন ওখানকার মানুষেরাই। বাইশ গজে সচিন তাঁর সমালোচকদের জবাব ব্যাটেই দিতেন। আর রাজনীতিবিদ সচিনের উত্তর দেয় সাধারণ মানুষ।



মন্তব্য চালু নেই