পিকে’র রিমেকে কমল হাসান
রাজকুমারী হিরানি পরিচালিত ও আমির খান অভিনীত পিকে সিনেমা ইতিমধ্যে বলিউড বক্স অফিসের সাফল্যের সব রেকর্ড ভেঙে দিয়েছে। বলিউডের জনপ্রিয় এই সিনেমাটির রিমেক এবার তৈরি করতে যাচ্ছে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি।
পিকের তামিল ভারসনে অভিনয় করবেন দক্ষিনি সুপারস্টার কমল হাসান। তামিল ভাষায় ছবিটি প্রযোজনা করছে জেমিনি ফিল্ম সার্কিট। এই প্রযোজনা সংস্থা এর আগে রাজকুমার হিরানির সিনেমা মুন্নাভাই এমবিবিএস, থ্রি ইডিয়টস’ও পুনর্নিমাণ করেছিল ভসুল রাজা এমবিবিএস এবং নানবান নামে।
এবার পিকে’র রিমেক বানানোর সত্ত্বও পেয়েছে জেমিনি, তবে সিনেমাটির নাম এখনো ঠিক করা হয়নি। শোনা যাচ্ছে, অভিনয়ের পাশাপাশি কমল হাসান হয়তো নিজেও পরিচালনা করতে পারেন এই সিনেমা।
হিন্দিতে পিকে প্রযোজনা করেছিলেন বিধু বিনোদ চোপড়া, যেখানে অভিনয় করেছেন আমির খান, অনুশকা শর্মা, সুশান্ত সিংহ রাজপুত। এখন দেখার বিষয় দক্ষিণেও এই সিনেমাটি এতটা জনপ্রিয়তা পায় কিনা।
মন্তব্য চালু নেই