পিকনিকের বাসে ককটেল হামলা

চট্টগ্রাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পিকনিকের বাসে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ককটেলের বিস্ফোরণে এক ছাত্র আহত হন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নগরীর বাকলিয়া থানা এলাকার ফুলকলির সামনে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল মনসুর জানান, সকালে চট্টগ্রাম কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বাসে করে পিকনিকের উদ্দেশে রওনা হয়। বাসটি বাকলিয়া থানার ফুলকলির সামনে পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে পর পর দুটি ককটেল ছোড়ে। এতে বাসটির জানালা ক্ষতিগ্রস্ত হয় এবং জানালার পাশে বসা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র মোহাম্মদ মনি আহত হন। তবে তার অবস্থা গুরুতর নয় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। ককটেল নিক্ষেপের ঘটনায় ছাত্রলীগ ছাত্র শিবিরকে দায়ী করেছে।



মন্তব্য চালু নেই