পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষা দিচ্ছে বিউটি
প্রবল ইচ্ছা শক্তি,একাগ্রতা ও পরিশ্রমের কাছে শারীরিক কোন প্রতিবন্ধকতা যে হার মানতে পারে-তা প্রমাণ করে দিল জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামের অদম্য মেধাবী ছাত্রী বিউটি আকতার। উপজেলার আকলাশ শ্যামপুর শিবপুর উচ্চ বিদ্যালয় থেকে ক্ষেতলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে পা দিয়ে লিখে এবারের এসএসসি পরীক্ষা দিচ্ছে সে।
মেধাবী বিউটি আকতার ইতোপূর্বে পা দিয়ে লিখে প্রাথমিক শিক্ষা সমপানী ও জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে নিয়ে দুটি পরীক্ষাতেই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়ে বৃত্তি লাভ করেছিল। এবারের এসএসসি পরীক্ষাতেও সে পূর্বের সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করে অনেক ভাল ফলাফল করবে- এমনটাই মনে করছেন বিউটি আকতারের মা-বাবা ও স্বজনরা।
প্রতিবন্ধী এসএসসি পরীক্ষার্থী বিউটি আকতার ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামের দরিদ্র বর্গাচাষী বায়েজীদ হোসেনের মেয়ে। বায়েজীদ হোসেনের অভাবী সংসারে দুই ভাই বোনের মধ্যে বিউটি আকতার কনিষ্ঠ। লেখাপড়ার প্রতি অদম্য ইচ্ছা থেকে বিউটি আকতার তার কাঙ্খিত স্বপ্ন পূরণে এগিয়ে চলেছে। সে ক্ষেতলাল উপজেলার আকলাশ শ্যামপুর শিবপুর উচ্চ বিদ্যালয় থেকে এবার ক্ষেতলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে গিয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছে। বিউটি আকতার উচ্চ শিক্ষা লাভ করে ভবিষ্যতে একজন আদর্শ শিক্ষক হতে চায়।
বিউটি আকতারের বিদ্যালয়ের শ্রেনী শিক্ষক একরামুল ইসলাম জানান, ‘তার (বিউটি) মধ্যে লেখাপড়ায় প্রবল আগ্রহ রয়েছে। সে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকত এবং মন দিয়ে পড়াশুনা করতো। সে নিজেকে কখনোই প্রতিবন্ধী মনে করে না।’
ওই স্কুলের প্রধান শিক্ষক আকাম উদ্দীন আকন্দ বলেন, ‘বিউটি আকতার অত্যন্ত ভদ্র ও শান্ত। তার সুন্দর ব্যবহার ও আচরণে শিক্ষকরা মুগ্ধ। দোয়া করি, বিউটি তার সাফল্যের ধারা অব্যাহত রাখুক ।’
মন্তব্য চালু নেই