পায়ে হাতের জোড়কলম!

আম, বরই, লেবু গাছে জোড়কলমের সাথে সবাই কমবেশি পরিচিত। কিন্তু মানুষের অঙ্গপ্রত্যঙ্গের জোড়কলম বিশ্বাস করাটা একটু কঠিন। এই অসম্ভব কর্ম করে দেখিয়েছেন চীনা চিকিৎসকরা।

চীনা দৈনিক পিপলস ডেইলি অনলাইন গত ১৭ জুলাই চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছে, একজনের লোকের পায়ে হাতের জোড়কলম করে সাফল্য পেয়েছেন তারা। এর মাধ্যমে অবিকল হাতটি ফিরে পাওয়া গেছে।

ঝু ছদ্মনামের লোকটি চীনের হুনান প্রদেশের বাসিন্দা। জিয়াংতান শহরে কাজ করার সময় দুর্ঘটনা বাম হাতটি হারান তিনি। হুনানের রাজধানী চাংশার জিয়াংগিয়া হসপিটালের মাইক্রোসার্জারি বিভাগের প্রধান তাং জুইয়ু জানান, লোকটি এখন ওই হাতের আঙ্গুল নড়াচড়া করতে পারছেন। তবে পূর্ণাঙ্গ সক্ষম হাত পেতে আরো সময় লাগবে।

organ-grafting02

ওই চিকিৎসক দলের এটি দ্বিতীয় সাফল্য। এর আগে ২০১৩ সালের তারা একইভাবে মানব অঙ্গের জোড়কলম করেন।

ঝুকে হাসপাতালে নেয়ার পর বিশেষজ্ঞ চিকিৎসকদল তার ক্ষতিগ্রস্ত হাতটি পায়ের মাংসপেশীতে যুক্ত করে (অনেকটা জোড়কলমের মতো করে) রক্তসঞ্চালন নিশ্চিত করেন। এভাবে এক মাসের বেশি সময় অঙ্গটি সজীব রাখা হয়।

এরপর টানা ১০ ঘণ্টার একটি জটিল অস্ত্রোপচারের মাধ্যমে হাতটি পূর্বের জায়গায় স্থাপন করা হয়।



মন্তব্য চালু নেই