একটি অনুষ্ঠানে নাচতে গিয়ে হঠাৎ করেই পায়ে চোট পান বলিউড তারকা শ্রুদ্ধা কাপুর। তা স্বত্ত্বেও এক মুহুর্তের জন্য নাচ বন্ধ করেননি এই তারকা।
সম্প্রতি বলিউডে বক্স অফিসের সেরা ছবিগুলোকে নিয়ে একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে একের পর এক তারকা মঞ্চে এসে দর্শকদের সামনে সরাসরি পারর্ফম করেন। সেই ধারাবাহিকতায় মঞ্চে আসেন শ্রুদ্ধা। কিন্তু নাচের একপর্যায়ে পা পিছলে পড়ে যান। অনেকেই ভেবেছিলেন অনুষ্ঠান এখানেই শেষ। তবে শ্রদ্ধার আত্মবিশ্বাস ছিলো তিনি পারবেন। তাই নাচটি শেষ করেই মঞ্চ ছাড়েন এই তারকা।
এদিকে নাচ শেষ করেই চিকিৎসকের পরামর্শ নিয়েছেন শ্রদ্ধা। তবে চিন্তার কোন কারণ নেই। শিগগিরই তিনি সেরে উঠবেন বলে জানা গিয়েছে।
মন্তব্য চালু নেই