পার্বতীপুরে মাদূর বিছিয়ে পিএসসি পরীক্ষা দিচ্ছে প্রতিবন্ধী রাকা
দিনাজপুরের পার্বতীপুরে মেঝেতে মাদূর বিছিয়ে পরীক্ষা দিচ্ছে এক প্রতিবন্ধী ছাত্রী। জেরিন তাসলিমা রাকা শহরের শিশু বিদ্যা পীঠ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। রাকা পার্বতীপুর স্টার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলার একটি কক্ষে বসে পরীক্ষায় অংশ নিচ্ছে।
কেন্দ্রের সচিব নুসরাত জাহান জেরিন বলেন, রাকার হাতে তেমন শক্তি না থাকায় সে বেঞ্চে বসে পরীক্ষা দিতে পারে না। তাই সে মেঝেতে মাদূর বিছিয়ে অচল হাতের সাহায্যে ধিরে ধিরে খাতায় লিখে থাকে। এ ভাবে গত মডেল টেস্ট পরীক্ষায়ও সে ভাল করেছে। মেয়েটির পিতার নাম জসীম উদ্দিন আজাদ। রোল নং ৬৬২২। প্রতিবন্ধী হিসেবে সে অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে।
মন্তব্য চালু নেই