পার্বতীপুরে মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার
দিনাজপুরের পার্বতীপুরে পল্লী থেকে সোহাগ (১৬) নামে এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকাল ৬টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সোহাগ হরিরাম সুন্দরপীর হাফিজিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র এবং ১নং বেলাইচন্ডী ইউনিয়নের বাঘাচোড়া রহমতনগর গ্রামের আবু সাঈদের বড় ছেলে বলে জানা যায়।
গ্রামবাসী জানায়, আজ রবিবার সকাল ৬টার দিকে স্থানীয়রা সোহাগের মৃতদেহ দেখতে পেয়ে হৈ চৈ শুরু করে পরে সোহাগের চাচা আবু সায়েম পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেন।
পরিবারের লোকজনের ধারণা গতকাল শনিবার রাতে দুর্বৃত্তরা যে কোনো সময় হত্যা করে মাদরাসার পাশে ডোবা ফেলে রেখে যায়।
এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল আলম জানান, ধারণা করা হচ্ছে হত্যা করে দুর্বৃত্তরা ডোবায় ফেলে রেখে যায়।
মন্তব্য চালু নেই