পারিশ্রমিকের বদলে ক্ষমা চাইলেন প্রসূন!
নায়িকার অভিযোগ অভিনয় করে পারিশ্রমিক পাননি। অন্যদিকে প্রযোজকের অভিযোগ সিডিউল ফাঁসিয়েছেন নায়িকা। পরিচালকের আরো অভিযোগ এসব কথা সাংবাদিকদের বলে তার সম্মানের বারোটা বাজিয়েছেন নায়িকা। এতসব অভিযোগ আর পাল্টা অভিযোগের নিষ্পত্তি করতেই শনিবার এফডিসিতে ‘সর্বনাশা ইয়াবা’র পরিচালক কাজী হায়াত আর ছবির নায়িকা প্রসূন আজাদকে নিয়ে একটি মিটিং এর আয়োজন করা হয়। সেখানে পারিশ্রমিকের বদলে ক্ষমা চেয়েছেন অভিনেত্রী প্রসূন।
মিটিং প্রসঙ্গে প্রসূনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘পরিচালক সমিতি থেকে চিঠি দিয়ে আমাকে মিটিং এর কথা আগেই জানানো হয়। মিটিংয়ে কাজী হায়াতের কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি। যদিও দোষটা দু’জনেরই । কিন্তু তিনি সিনিয়র মানুষ, তাই আমাকে তার কাছে ক্ষমা চাইতে হয়েছে।’
তিনি আরো বলেন, ‘এই ঘটনার ফলে আমি আর্থিক দিক থেকে আর কাজী হায়াত সম্মানের দিক থেকে ক্ষতিগ্রস্থ হয়েছেন। তবে, এর থেকে নতুনদের একটা জিনিস শেখার আছে। পাঁচ টাকার বিনিময়ে অভিনয় করলেও তা যেন লিখিত থাকে।’
মন্তব্য চালু নেই