পাম গাছ, না টাওয়ার ?
দেখতে একেবারেই যেন পাম গাছ! কিন্তু আসলে কি এটা পাম গাছ? মুকেশ আম্বানির রিলায়েন্স জিও দেশের প্রথম ক্যামোফ্লেজড ফোর-জি মোবাইল টাওয়ার বসাল জামশেদপুরে৷
প্রায় ৩৫ মিটার লম্বা এই টাওয়ারটি কল ড্রপের সমস্যাও সমাধান করবে বলে সংস্থার তরফে দাবি করা হয়েছে৷ একইসঙ্গে সাধারণ মোবাইল টাওয়ার যেখানে সিগন্যালের মাত্রা কম থাকলেই গরম হয়ে যায়, এই টাওয়ারে তা হবে না বলে জানিয়েছেন রিলায়েন্স জিও’র ঝাড়খণ্ডের মেন্টর প্রভাত সিনহা৷
বিশেষভাবে ডিজাইন করা টাওয়ারটি বিদেশ থেকে আমদানি করা হয়েছে৷ তিনি বলেন, পাম এবং পাইন গাছের মতো দেখতে টাওয়ার রয়েছে আমাদের৷ তবে এলাকার সবুজের সঙ্গে সামঞ্জস্য রেখে আম এবং অন্যান্য গাছের আকারেও এই টাওয়ার তৈরি করা সম্ভব৷
রিলায়েন্স জিও’র ফোর-জি পরিষেবা কবে বাণিজ্যিক ভাবে শুরু হবে? এর উত্তরে তিনি জানান, অপটিক্যাল ফাইবার কেবল নেটওয়ার্কের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেলেও টাওয়ার বসানো নিয়ে এখনো কিছু সমস্যা রয়েছে৷ তবে আগামী কয়েক মাসের মধ্যে পরিষেবা চালু করার জন্য সংস্থা চেষ্টা করছে৷
প্রসঙ্গত, এরই মধ্যে কলকাতার অনেক এলাকাতেই ফোর-জি প্রযুক্তি নির্ভর ওয়াই-ফাই পরিষেবা চালু করেছে রিলায়েন্স জিও৷ চলতি অর্থ বছরের তৃতীয় ত্রৈমাসিকে গোটা দেশের ২২টি টেলিকম সার্কলে একইসঙ্গে রিলায়েন্স জিও ফোর-জি পরিষেবা চালু করবে বলে সংস্থা সূত্রে জানা গেছে।
এ জন্য রিলায়েন্স জিও মোট পাঁচটি মোবাইল টাওয়ার সংস্থার সঙ্গে ১ লাখ ৬৫ হাজার ১৯০টি টাওয়ার ব্যবহার করার জন্য এরই মধ্যে চুক্তি করেছে৷ এ ছাড়াও ফোর-জি পরিষেবা চালু করতে রিলায়েন্স কমিউনিকেশনের প্রায় ৪৫ হাজার টাওয়ার এবং অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক ব্যবহার করবে সংস্থাটি৷
মন্তব্য চালু নেই