পাবনা বিসিক শিল্পনগরী এলাকায় এক অটোরিকশা চালককে গলাকেটে হত্যা

পাবনা শহরের বিসিক শিল্পনগরী এলাকায় এক অটোরিকশা চালককে গলাকেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল দশটার দিকে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত অটোরকশা চালকের নাম মোস্তাক মন্ডল (৩৫)। তিনি কুষ্টিয়ার ছেঁউড়িয়া গ্রামের মাজেদ মন্ডলের ছেলে। গত ১০ বছর ধরে তিনি পাবনা পৌর শহরের সাধুপাড়া এলাকায় পরিবার নিয়ে বাস করতেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক জানান, বুধবার সন্ধ্যায় নিজের অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন মোস্তাক। বৃহস্পতিবার সকালে বিসিক শিল্প নগরীর এক নম্বর গেটের ক্রিসেন্ট টেক্সটাইল মিলের পরিত্যক্ত ভবনের পিছনে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত মোস্তাক মন্ডলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
বুধবার রাতের কোন এক সময় পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা অজ্ঞাত অটোরিকশা ছিনিয়ে নিয়ে গলাকেটে হত্যা করে লাশ বিসিক শিল্প নগরীতে ফেলে রেখে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।



মন্তব্য চালু নেই