পাবনা বনমালী শিল্পকলা কেন্দ্রে যাত্রা শুরু
নতুন আঙ্গিকে যাত্রা শুরু করলো পাবনার বনমালী শিল্পকলা কেন্দ্র। বৃহস্পতিবার বিকেলে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন সাজে পাবনা বনমালী শিল্পকলা কেন্দ্রের যাত্রা শুরুর ঘোষণা দেন সংগঠনের সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে শিল্পকলা কেন্দ্রের সাধারন সম্পাদক মুহাম্মদ আবুল মাসুদ, সহ-সভাপতি ডা. মনোয়ারুল আজিজ, অ্যাডভোকটে সনৎ কুমার সরকার, যুগ্ম সম্পাদক প্রলয় চাকী সহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মনির খান, ফজলুর রহমান বাবু সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা নাচ, গান ও নাটক প্রদর্শণ করে দর্শকদের মুগ্ধ করেন।
১৯২৪ সালে স্থাপন করা হয় পাবনা বনমালী ইন্সটিটিউট। ২০০৯ সালের জানুয়ারী মাসে শুরু হয় এর পূননির্মাণ কাজ। নতুন সাজে পাবনা বনমালী শিল্পকলা কেন্দ্র নির্মাণে ইতিমধ্যে ব্যয় হয়েছে সাড়ে ৪ কোটি টাকা।
মন্তব্য চালু নেই