পাবনায় যুবদল নেতাকে হত্যা, কেন্দ্রীয় কমিটির নিন্দা

রবিউল ইসলাম শাহীন, জেলা প্রতিনিধি, পাবনা: পাবনার ফরিদপুর উপজেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম লিটন হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে কেন্দ্রীয় যুবদল।
রোববার (০৭ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে যুবদল সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব সংগঠনের পক্ষে এ নিন্দা জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সরকারের হত্যার রাজনীতির দিন শেষ হয়ে আসছে। জনগণ এই সরকারের হত্যা, গুমসহ সকল নির্যাতনের কঠিন জবাব দেবে।
লিটনের হত্যাকারীদের গ্রেফতারের দাবিও জানানো হয় বিজ্ঞপ্তিতে।


















মন্তব্য চালু নেই