পাবনায় পুকুরে ডুবে মা ছেলের মৃত্যু

পাবনার ভাঙ্গুরা উপজেলায় পানিতে ডুবে মা সালমা খাতুন (৩০) ও তার শিশু পুত্র শাকিল (৫মাস) মৃত্যু হয়েছে বৃহস্পতি বার রাতে এ ঘটনা ঘটে।

সালমা উপজেলার লাকমানী গ্রামের মহরম আলীর স্থী ছিলেন।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত ওসি আবু জাফর সালমার পরিবারের বরাত দিয়ে জানান, সকালে মা ছেলেকে বাড়িতে না দেখে খোজাখুজি শুরু করেন স্বজনেরা। পরে পুকুরে প্রথমে শাকিলের লাশ দেখে, পরে তল্লাসি চালিয়ে সালমার লাশ উদ্ধার করে স্বজনেরা।

তবে ঠিক কি কারনে এ মৃত্যু হয়েছে তার সঠিক কারন এখনো জানা যায়নি।

সালমার পরিবারের বরাত দিয়ে ওসি আরো জানান, সম্ভাবত শিশু কান্না কাটি করাই তাকে নিয়ে হাটতে বেরিয়ে ছিল মা। তখন হয়ত, অসাবধানতা বসত বাড়ি সংলগ্ন পুকুরে পড়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।



মন্তব্য চালু নেই