পাবনায় ট্রাকে পেট্রোল বোমা, আটক ১৩
হরতালের দ্বিতীয় দিন ও টানা অবরোধে সোমবার ভোরে পাবনায় একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
অপরদিকে সোমবার সকালে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করেছে শিবিরের নেতা-কর্মীরা। এ ছাড়া নাশকতার অভিযোগে বিএনপি ও জামায়াতের ১৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৪টার দিকে সদর উপজেলার খয়েরসুতি হাইস্কুলের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। আগুনে ট্রাকের চালকের সিট পুড়ে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে এতে কেউ হতাহত হয়নি।
এ ছাড়া সোমবার সকাল সাড়ে ৭টার দিকে পাবনা শহরের চাঁপা মসজিদ এলাকা থেকে ঝটিকা মিছিলটি বের করে শিবির নেতা-কর্মীরা। মিছিলটি বড় বাজার এলাকায় গিয়ে শেষ হয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান জানান, জেলায় রোববার রাতে অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে বিএনপি ও জামায়াতের ১৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। নাশকতা ঠেকাতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
মন্তব্য চালু নেই