পাবনায় টায়ার জ্বালিয়ে ছাত্রদলের বিক্ষোভ

২০ দলের ডাকা টানা অবরোধের ২২তম দিনে মঙ্গলবার সকালে পাবনায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা সকাল সাতটার দিকে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ গেইট এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে কিছু সময় বিক্ষোভ করে।

এ সময় অবরোধের সমর্থনে ও সরকারের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয় তারা। এছাড়া কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পালিয়ে যায় বিক্ষোভকারীরা। তবে কোনো নাশকতা কিংবা ভাঙচুরের কোনো খবর আমরা পাইনি।’



মন্তব্য চালু নেই